আওয়ার ইসলাম ডেস্ক: গুয়েতেমালায় একটি কনসার্টে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কোয়েটজাল্টেনানগো শহরে আয়োজিত এই কানসার্টে এ ঘটনা ঘটে।
উদ্ধারকারীরা টুইটে জানিয়েছে, গুয়েতেমালা রেডক্রস এবং স্বেচ্ছাসেবক উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে ৯টি মরদেহ ও ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কনসার্ট শেষে কয়েক হাজার মানুষ একসঙ্গে বের হওয়ার চেষ্টা করে। ধাক্কাধাক্কি ও হুড়োহুড়িতে নিচে পরে গিয়ে অনেক মানুষ পদদলিত হন। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
গত তিন বছরের মধ্যে এবার বিভিন্ন উৎসব ও আয়োজনের মধ্যদিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করছে গুয়েতামালা। করোনার কারণে দেশটিতে গত দুই বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বন্ধ ছিল।
-এটি