সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

কিয়ামতের আলামতের প্রকারভেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামযাহ আল মাহদী।। কিয়ামত শব্দের অর্থ উঠে দাঁড়ানো। এটি আরবি শব্দ কিয়াম থেকে আগত যার অর্থ উঠা, দাঁড়ানো ইত্যাদি। ইসলামী আকীদা অনুসারে, ইসরাফীল শিঙ্গায় ফুৎকার দিলে কিয়ামত হবে, অর্থাৎ বিশ্বজগৎ ধ্বংস হবে। প্রথম ফুৎকার দেওয়ার সাথে সথেই আকাশ ফে‌টে যা‌বে, তারকাসমূহ খ‌সে পড়‌বে, পাহাড়-পর্বত ছিন্ন-‌বি‌চ্ছিন্ন হ‌য়ে তুলার মত উড়‌তে থাক‌বে।

কিয়ামতের নিদর্শনসমূহ দুই ভাগে বিভক্ত
প্রথম ভাগ: ক্ষুদ্রতম নিদর্শন।
দ্বিতীয় ভাগ: বৃহত্তম নিদর্শন।

প্রথম ভাগ আবার দুই প্রকার।
১। দূরবর্তী নিদর্শন।
২। মধ্যবর্তী নিদর্শন।

১। দূরবর্তী নিদর্শন বলে: যে সকল নিদর্শন প্রকাশ হয়ে অতিবাহিত হয়ে গেছে। কিয়ামত থেকে বহূ দূরে হওয়ার কারণে এগুলোকে ছোট নিদর্শনের অন্তর্ভুক্ত। যেমন: শেষ নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আবির্ভাব। চন্দ্র বিদারণ ঘটনা। মদীনায় বিশাল অগ্নিকুন্ড প্রকাশ। ইত্যাদি ইত্যাদি

২। মধ্যবর্তী নিদর্শন বলে: যেগুলো প্রকাশ হয়েছে এবং শেষ না হয়ে দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। এর সংখাও অনেক। এগুলো ক্ষুদ্রতম নিদর্শনের মধ্যেই। যেমন দাসীর গর্ভ থেকে মনিবের জন্ম। প্রায় ৩০ জনের মত মিথ্যা নবুওয়াত দাবিদারের আত্ম প্রকাশ ইত্যাদি ইত্যাদি ।

কিয়ামতের ক্ষুদ্রতম নিদর্শনসমূহ উল্লেখ করা হলো

যেগুলো ঘটে অতিবাহিত হয়ে গেছে তার মধ্যে কয়েকটি-
১। শেষ নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আবির্ভাব।
২। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম এর ইন্তেকাল
৩। চন্দ্র বিদারণ ঘটনা
৪। সাহাবা যুগের অবসান
৫। বায়তুল মাকদীস বিজয়
৬। ব্যাপক প্রাণহানি (মহামারীতে)
৭। একের পর এক ফেতনা আবির্ভাব
৮। স্যাটেলাইট টিভি চ্যানেল আবিষ্কার
৯। মুসলমানদের অভ্যন্তরীণ সিফফীন যুদ্ধের বাস্তব প্রতিফলন
১০। ভ্রষ্ট খারেজি সম্প্রদায়ের আত্মপ্রকাশ
১১। মিথ্যা নবুয়াত দাবিদারদের আত্মপ্রকাশ
১২। শান্তি নিরাপত্তা এবং স্বচ্ছলতার জয়জয়কার
১৩। হেজাজ ভূমিতে বিশাল অগ্নি প্রকাশ
১৪। তুর্কিদের সাথে মুসলমানদের যুদ্ধ
১৫। চাবুকে আঘাতকারী অত্যাচারী ব্যক্তিবর্গের আবির্ভাব
১৬। হানাহানি সংঘাত এবং ব্যাপক হত্যাযজ্ঞ
১৭। মানুষের হৃদয় থেকে আমানতদারী তথা বিশ্বস্ততার বিদায়
১৮। পরবর্তী পথভ্রষ্ট জাতির পদাঙ্ক অনুসরণ
১৯। দাসের গর্ভ থেকে মনিবের জন্মগ্রহণ
২০। স্বল্প কাপড় পরিহিত নগ্ন মহিলাদের আত্মপ্রকাশ
২১। সুউচ্চ বাড়ি ঘর নির্মাণের নগ্ন পদ আরব্য রাখালদের প্রতিযোগিতা
২২। ব্যক্তি বিশেষে সালাম প্রধান
২৩। বাণিজ্য ব্যাপক আকার ধারণ
২৪। স্বামীর সাথে তাল মিলিয়ে ব্যবসায় স্ত্রী অংশগ্রহণ
২৫। সারা বাজারে মুষ্টিমে ব্যবসায়ীর প্রভাব
২৬ ।ব্যাপক হারে মিথ্যা সাক্ষর প্রধান
২৭। ব্যবহারে সত্য স্বাক্ষর গোপন
২৮। দ্বীন সম্পর্কে মূর্খতা ব্যাপক আকার ধারণ
২৯। ব্যয়কুন্ঠতা ও কার্পণ্যতা ব্যাপক আকার ধারণ
৩০। ব্যাপকহারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করন ইত্যাদি। (বাকিগুলো পরের আর্টিক্যালে লেখা হবে)

যে সকল নিদর্শন এখন পর্যন্ত ঘটেনি তার মধ্যে থেকে কয়েকটি
১। মানুষের হাতে হাতে প্রচুর ধন।
২। ভূমির অভ্যন্তরীণ খনিজ সম্পদ প্রকাশ।
৩। রূপ বিকৃতির ঘটনা বৃদ্ধি।
৪। ভূমিধ্বস।
৫। অপবাদ প্রবণতা বৃদ্ধি।
৬। এমন বৃষ্টি যা সকল জনপদকে ভাসিয়ে নিয়ে যাবে।
৭। ফসলহীন বৃষ্টি।
৮। সকল আরব দেশ ছড়িয়ে যাবে এমন ফেতনা।
৯। মুসলমানদের সাহায্যে গাছ কথা বলবে।
১০। মুসলমানদে সাহায্যে পাথরের কথন ইত্যাদি। (বাকিগুলো পরের আর্টিক্যালে লেখা হবে)

দ্বিতীয় ভাগ: বৃহত্তম নিদর্শন।
যেগুলো ধারাবাহীক প্রকাশ হলে পরক্ষণেই কিয়ামত সংঘঠিত হবে। এর সংখ্যা প্রায় ১০ টি।
হযরত হুজাইফা রাঃ বলেন "আমরা পরষ্পর আলাপরত ছিলাম, নবী কারীম সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞাসা করলেন, তোমরা কী আলোচনা করছিলে? সবাই বলল।
কিয়ামত প্রসঙ্গে। তখন নবীজী বলতে লাগলেন, "কিয়ামত সংঘঠিত হবেনা, যতক্ষণ না তোমরা

১০ টি বৃহত্তর আলামত
১। ধোয়া
২। দাজ্জাল
৩। অদ্ভুত প্রাণী
৪। পশ্চিম দিগন্তে প্রভাতের সূর্যোদয়
৫। মরিয়ম তনয় ঈসা আঃ এর পৃথিবীতে আগমণ
৬। ইয়াজুজ মাজুজের উদ্ভব। ৩ টি ভূমিধ্বস
৭। প্রাচ্যে ভূমিধ্বস
৮। পাশ্চাত্যে ভূমিধ্বস
৯। আরব উপদ্বীপে ভূমিধ্বস
১০। সবশেষ ইয়েমেন থেকে উথিত হাশরের মইয়দানের দিকে তাড়নাকারী বিশাল অগ্নি। (মুসলিম)

অপর আরেকটি বর্ণনায় এসেছে যে, ইমাম মাহদীর আত্মপ্রকাশ, কাবা শরীফ ধ্বংস এবং মানুষের বক্ষ থেকে কুরআনুল কারীম উঠিয়ে নেওয়ার কথাও উল্লেখ আছে।

সূত্র: মহাপ্রলয়

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ