মূল: মুফতি ইসলামইল মেন্ক
ভাষান্তর: সোহানুর রহমান ।।
এক. কারো সম্পর্কে নিশ্চিত না জেনে কিছু শুনেই মতব্য করবেন না, অথবা বিতর্কিত কোন মন্তব্যের সৃষ্টি করবেন না। আপনি নিজেও জানেন না সমালোচিত ব্যক্তিটির জায়গায় আপনিও থাকতে পারতেন। যে কেও আপনার সম্পর্কে অপ্রীতিকর কিছু বলে অবশ্যই আপনি সেটা পছন্দ করবেন না। সত্য প্রকাশ না হওয়া পর্যন্ত অন্যকে সবসময় দোষ হতে মুক্ত রাখুন।
দুই. সর্বশক্তিমান আল্লাহ যখন কিছু আপনার জন্য অবরুদ্ধ করে রাখেন, আপনি তার পিছু ছেড়ে দিন। আপনি এটি পুনরুদ্ধার করার চেষ্টা করবেন না। কিন্তু, কিভাবে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনার জন্য তা অবরুদ্ধ করে রেখেছেন? নিদর্শন গুলি পড়ুন। আপনি যেটারে চেষ্টাই করেন না কেন, এটি কোনও ইতিবাচক ফলাফল দেবে না। এটি তাঁর পরিকল্পনার অংশ। আপনি যদি সেটা প্রতিহত করতে যান তবে সেটি আপনার জন্য উদ্বেগ ও হতাশার কারণ হবে।
তিন. জীবনে এমন সময় আসবে যখন সর্বশক্তিমান আল্লাহ আপনাকে আপনাকে সাময়িকভাবে পিছিয়ে রাখে যতক্ষণ না আপনার অগ্রসর হওয়ার আপনার জন্য পথটি পরিষ্কার হয়ে যায়। আল্লাহ এমন কিছু দেখতে পান যা আমরা দেখতে পাই না। তাই দেরিতে প্রপ্তির জন্য কৃতজ্ঞ হন। গালমন্দ করবেন না। সময়ের মালিকই সবচেয়ে ভাল জানেন কখন প্রাপ্তি আপনার জন্য সর্বোত্তম।
চার. যখন অন্তর অসুস্থ হয়, যখন কলুষিত হয়, উত্তম কাজ গুলোও তখন উত্তম বলে গন্য হয় না। তাই নিঃসন্দেহে অন্তর একটি অপরিহার্য ভূমিকা পালনকরে এবং সেটি গুরুত্বের দাবিদার। হরহামেশাই আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করুণ ঘৃণা, হিংসা, বিদ্বেষ ইত্যাদি অন্তরের ব্যাধি থেকে মুক্তি লাভের জন্য। আপনার নিয়ত কে বিশুদ্ধ রাখুন।
সূত্র: মুফতি মেনক এর ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।
-এটি