মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


চ্যান্সেলর গোল্ড মেডেল পেলেন মাওলানা হারুন আজিজী নদভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর কুরানিক সাইন্স এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ায় মাওলানা হারুন আজিজী নদভীকে চ্যান্সেলর গোল্ড মেডেল দেয়া হয়েছে।

রোববার (১১ সেপ্টেম্বর) আইআইইউসি’র পক্ষ থেকে আয়োজিত ৫ম সমাবর্তন অনুষ্ঠানে তাকে চ্যান্সেলর গোল্ড মেডেল দেয়া হয়।

ড. হারুন আজিজী নদভী কুরআনিক সায়েন্স এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছেন। তিনি বর্তমানে চট্টগ্রাম জামিয়া ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় হাদিস বিভাগের প্রধান মুহাদ্দিস হিসেবে আছেন।

১৯৭১ সালের ১ ফেব্রুয়ারি পর্যটন নগরী কক্সবাজার জেলার রামু খানার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামে এক সভ্রান্ত ও দ্বীনি পরিবারে জন্ম গ্রহণ করেন মাওলানা হারুন আজিজী নদভী। তার পিতা মরহুম মাওলানা নজির আহমদ ইনে বদিউদ্দীন ইবনে মনু ফকিন রামুভী রহ.।

উল্লেখ্য, আইআইইউসি’র ৫ম সমাবর্তন অনুষ্ঠানে ২৯ জন শিক্ষার্থীকে চ্যান্সেলর গোল্ড মেডেল দেয়া হয়েছে। এছাড়া ১৩৭ জন শিক্ষার্থীকে দেয়া হয়েছে ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ