আওয়ার ইসলাম ডেস্ক: কওমি মাদরাসাসমূহের সম্মিলিত শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়ার দাওরায়ে হাদিস পরীক্ষার অনলাইনে নিবন্ধন শুরু হবে ২৮ সেপ্টেম্বর।
আজ সোমবার আল-হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মু: অছিউর রহমান স্বাক্ষরিত এক এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আল-হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুসারে ২০২৩ সালের দাওরায়ে হাদীস পরীক্ষার নিবন্ধন এবার অনলাইনে হবে। নিজ নিজ মাদরাসার কম্পিউটার থেকে প্রত্যেক মাদরাসা দাওরায়ে হাদীস পরীক্ষার্থীদের অনলাইনে নিবন্ধন করাবে। ১ রবীউল আউওয়াল ২৮ সেপ্টেম্বর ২০২২ তারিখ থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হবে।
অনলাইনে সুষ্ঠুভাবে নিবন্ধন কার্যক্রমে অংশগ্রহণের জন্য দেশের সকল দাওরায়ে হাদীস মাদরাসাকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রথম ধাপে আল-হাইআতুল উলয়া বিগত বছরের প্রত্যেক মারকায-মাদরাসার কম্পিউটার জানা এক ব্যক্তিকে প্রশিক্ষণ প্রদান করবে।
দ্বিতীয় ধাপে মারকায মাদরাসাসমূহ নিজ নিজ আওতাধীন মাদরাসাসমূহের কম্পিউটার জানা একজনকে প্রশিক্ষণ প্রদান করবে। আল-হাইআতুল উলয়ার অফিস প্রশিক্ষণে সব ধরণের সহায়তা প্রদান করবে।
প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে ১০ সেপ্টেম্বর শনিবার থেকে। আল-হাইআতুল উলয়ার অফিসের দায়িত্বশীলগণ মারকায-মাদরাসার সঙ্গে ফোনে যোগাযোগ করে প্রত্যেক মারকায-মাদরাসাকে প্রশিক্ষণের সময়সূচি অবহিত করবেন। এ বিষয়ে সকল মাদরাসার মুহতামিম ও দায়িত্বশীলগণের সহযোগিতা একান্তভাবে কাম্য।
-এটি