আওয়ার ইসলাম ডেস্ক: সন্ত্রাসবাদ মামলার তদন্তের অংশ হিসেবে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আবারও তলব করেছে ইসলামাবাদ পুলিশ। পুলিশের যৌথ তদন্ত দলের (জেআইটি) সামনে হাজির হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
নিম্ন আদালতের বিচারক জেবা চৌধুরীকে হুমকি দেয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। মামলায় মারগাল্লা থানায় জেআইটির সামনে পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান হাজির না হওয়ায় শনিবার (১০ সেপ্টেম্বর) এ নোটিশ জারি করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়েছে, ইমরান খান ১২ সেপ্টেম্বর পর্যন্ত মামলার জামিনে আছেন। এ অবস্থায় বিকাল ৫টায় তদন্ত দলের সামনে হাজির হয়ে প্রশ্নের ব্যাখা দিতে অনুরোধ করা হচ্ছে। মামলার তদন্তে পুলিশকে সহযোগিতা করতে চলতি সপ্তাহে সাবেক প্রধানমন্ত্রীকে নির্দেশ দেয় ইসলামাবাদ হাইকোর্ট।
এর আগে গেলো আগস্টে এক ভাষণে ইমরান খান এক পুলিশ কর্মকর্তা ও বিচারককে হুমকি দেয়ার অভিযোগে সন্ত্রাসবাদে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে জামিন নেন তিনি। সূত্র: জিও নিউজ
-এটি