মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


স্কুলকলেজ পড়ুয়াদের বিনামূল্যে কুরআন ও দ্বীনিয়াত শিক্ষা দিবে শেখবাড়ী জামিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিনামূল্যে কোরআন ও দ্বীনিয়াত শিক্ষা দেওয়ার উদ্যোগ নিয়েছে মৌলভীবাজারের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান শেখবাড়ী জামিয়া নামে পরিচিত জামিয়া মাদানিয়া কাওমিয়া শেখ এম এ জব্বার কমপ্লেক্স

শেখবাড়ী জামিয়ার ফেসবুক পেইজে ০১ সেপ্টেম্বর এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, শেখ আহমদ আফজল বর্ণভী ও শেখ সাদ আমিন বর্ণভীর সার্বিক তত্তাবধানে প্রতি শুক্রবার সকাল ০৮ টা থেকে ১২ টা পর্যন্ত ও শনিবার সকাল ০৯ টা থেকে দুপুর ০১ টা পর্যন্ত স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিনামূল্যে কুরআন ও দ্বীনিয়াত শিক্ষা দেওয়া হবে৷ এছাড়া চাকুরিজীবী ও বয়স্কদের জন্যও থাকবে এই ফ্রী কোর্সের বিশেষ ব্যবস্থা।

২সেপ্টেম্বর থেকে ভর্তি এবং ০৯ সেপ্টেম্বর থেকে ধারাবাহিক ক্লাস শুরু হবে। কোর্সের শিক্ষা কার্যক্রমে থাকছে,শুদ্ধরূপে কোরআন তেলাওয়াত, কুরআনের ব্যাসিক গ্রামার, দ্বীনের মৌলিক মাসআলা ও মাসায়েল, আল কুরআনের অনুবাদ, রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরাত বিষয়ক পর্যালোচনা, দাওয়াহ ও তুলনামূলক ধর্মতত্ত্ব, ইংরেজি ও গণিত টিউশন, ইহইয়াউস সুন্নাহ শিক্ষাদান৷

জামিয়ার ভাইস প্রিন্সিপাল শেখ আহমদ আফজল বর্ণভী বলেন বিশ্বের বহু দেশে সাপ্লিমেন্টারি ইসলামিক এডুকেশন চালু আছে৷ পাশাপাশি বহু জায়গায় আফটার স্কুল মকতবও আছে৷ আমাদের দেশের তরুণদের প্রায় ৯০ থেকে ৯৫ ভাগই জেনারেল শিক্ষার পথে হাঁটছে৷ যার ফলে দ্বীনের মৌলিক শিক্ষাটাও তারা পুরোপুরি পাচ্ছেনা৷

বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান দুদিন বন্ধের ঘোষণার পর তাদের সময়গুলো কাজে লাগানোর চিন্তা করি৷ বন্ধের দিনগুলোতে তাদেরকে যদি দ্বীনের মৌলিক জ্ঞান কিছু শেখানো যায় তা উম্মাহর জন্য ফায়দাজনক হবে বলে মনে হয়৷ আমাদের এই কোর্সে স্কুল কলেজের ছাত্রদের পাশাপাশি বয়স্ক, কর্মজীবিরাও অংশগ্রহণ করতে পারবেন৷ প্রশিক্ষক হিসেবে থাকবেন শেখবাড়ী জামিয়ার অভিজ্ঞ শিক্ষকমন্ডলী৷ যারা দ্বীন শিখতে আগ্রহী তাঁদের জন্য এটা বিরাট একটা সুযোগ বলে আমি মনে করি৷ আল্লাহ কবুল করুন৷

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ