রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

‘শুধু বক্তাকে গালি না দিয়ে আয়োজকদেরও শুদ্ধ হতে বলেন!’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুফতি লুৎফুর রহমান ফরায়েজী ||

ওমুককে থামানোর আগে তমুককে থামান! দেশে কি কোন মুরব্বী নেই যে, ঐ পাগলা বক্তাকে থামাবে? প্রশ্নটা দায়িত্বশীল ভাব নিয়ে, আফসোস করে অনেকেই করে থাকেন।

আমার কথা হলো, মুরব্বী থাকলেই কী আর না থাকলেই বা কী? পাগল কী সুস্থ্য মানুষের কথায় কান দেয়?

আসল কথা হলো, পাগলের নাচ থামানোর আগে পাগলকে নাচানেওয়ালাকে থামাতে হবে। বানরের ঢিল থামানোর আগে বানরকে ঢিল দেয়া বন্ধ করতে হবে। এটাই যৌক্তিক ও যথার্থ।

বক্তাকে গালি না দিয়ে আয়োজকদের শুদ্ধ হতে বলেন। আয়োজকদের নিয়ত পরিশুদ্ধ করতে বলেন। আয়োজকদের ভালো হতে বলেন। বরং প্রশ্নটা এভাবে করা যায়, পাগলা আয়োজকদের থামাবে কে?

অনেক মাহফিল আয়োজক শীতের মৌসুমে আগে যাত্রার আয়োজন করতো এখন মাহফিল আয়োজন করে। তাই মাহফিলেই যাত্রার ফ্লেভার চায়। এসব আয়োজকদের মাহফিলে প্রয়োজন চিত্তাকর্ষক বানোয়াট গল্প কাহিনী, কমেডি, গান, মাঝে মাঝে অদ্ভুত ড্যান্সও। যখন আপনি বিতর্কিত ব্যক্তির বক্তব্য ভাইরাল করেন, তখন সেটি তার পাবলিসিটি তথা পাগলামি করার সার্টিফিকেট প্রদান করে। পাগলকে নিয়ে নাচলে পাগলতো নাচ দেখাবেই।

তাই অমুককে থামানোর চিন্তা না করে ভাবেন কিভাবে তমুকদের থামানো যায়।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ