আওয়ার ইসলাম ডেস্ক: ফেনীর সোনাগাজীতে বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৪০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে।
আজ সোমবার (২৯ আগস্ট) বিকেলে ৫টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিএনপির নেতাকর্মীরা শহরের ভৈরব রাস্তার মোড়ে অবস্থান নিলে আগে থেকে অবস্থান করা ছাত্রলীগের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে বিএনপির নেতাকর্মীরা। এ সময় ইটের আঘাতে আহত হন জোষ্ঠ সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) মাশরুর রহমান।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে। সোনাগাজী শহরে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে বিএনপির নেতাকর্মী ও পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ১০ জন।
-এটি