আওয়ার ইসলাম ডেস্ক: সাংবাদিকদের জরিমানার বিধান রেখে প্রেস কাউন্সিল (সংশোধন) আইনের তীব্র নিন্দা ও প্রতিবাদ করে এই আইন বাতিলের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারি মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও সেক্রেটারী মুহাম্মদ আব্দুল আউয়াল মজুমদার।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, প্রেস কাউন্সিল (সংশোধন) আইন বাতিল করে সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। নেতৃদ্বয় বলেন, বর্তমান সরকারের আমলে গণমাধ্যমের স্বাধীনতা বলতে কিছু নেই। সাংবাদিকদের জরিমানার বিধান রেখে আবারো নতুন করে আইন অনুমোদন করছে।
এটি মূলত: সাংবাদিক ও মত প্রকাশের স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করারই আরেকটি পদক্ষেপ। স্বাধীনতার পর থেকেই বর্তমান ক্ষমতাসীনদের হাতে সংবাদপত্রের স্বাধীনতা ও স্বাধীন মত প্রকাশ চরম দলন-পীড়নের শিকার হয়। নেতৃদ্বয় অবিলম্বে এই আইন বাতিলের দাবি জানান। তারা বলেন, বর্তমান সরকার জনগণের নাগরিক ও ভোটাধিকার কেড়ে নিয়েছে। সেইসাথে সাংবাদিকদেরও স্বাধীনতাকে কেড়ে নিয়েছে।
-এটি