আওয়ার ইসলাম ডেস্ক: দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ আজ দিশেহারা। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম দিন দিন কমছে।আর আমাদের দেশে জ্বালানি তেলের দাম বাড়ছে। তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সবকিছুর দাম দিন দিন লাগামহীনভাবে বেড়ে চলছে।এই সরকার চরমভাবে ব্যর্থ।
আজ শনিবার (২৭ আগস্ট)বিকাল ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন মিলনায়তনে জমিয়ত ঢাকা মহানগরীর কাউন্সিল অধিবেশনে বক্তারা এসব কথা বলেন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর আহ্বায়ক মুফতি জাকির হোসাইন খান ও সদস্য সচিব মুফতি আতাউর রহমান খানের পরিচালনায় কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খুল হাদিস আল্লামা মনসুরুল হাসান রায়পুরী ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের সংগ্রামী মহাসচিব শায়খুল হাদিস হাফেজ মাওলানা ড.গোলাম মহিউদ্দিন ইকরাম।
আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদিস আল্লামা মুফতি শেখ মুজিবুর রহমান, সহ-সভাপতি মাওলানা শহিদুল ইসলাম আনসারী,যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা আব্দুল হক কাওসারী, মাওলানা আহসান হাবিব, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, সহকারী মহাসচিব মাওলানা রশীদ বিন ওয়াক্কাস, সাবেক ভাইস চেয়ারম্যান হাফেজ রশিদ আহমদ, মাওলানা আতাউর রহমান আতিকী, মাওলানা আবু বকর সরকার, মাওলানা মাহমুদুল হাসান জিহাদী,মুফতি আবু সাঈদ ,মুফতি কামরুজ্জামান কাসেমী, ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি নিজাম উদ্দিন আল আদনান, সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ, আরাফার আল মিসবাহ প্রমুখ।
নেতৃবৃন্দ আরো বলেন, আগামী নির্বাচন সকল দলের অংশগ্রহণের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন হবে জাতি এই প্রত্যাশা করছে। কিন্তু নির্বাচন কমিশন সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য ইভিএম এর মাধ্যমে ঘোষণা দিয়ে আবারও তামাশার নির্বাচন করার পাঁয়তারা করছে।এদেশে আর তামাশা ও রাতের বেলার ভোট করার স্বপ্ন আর হবে না।
নেতৃবৃন্দ জমিয়তের কাজকে আরো বেগবান করার জন্য উদাত্ত আহ্বান জানান।
-এটি