প্রশ্ন: যদি কোনো ব্যক্তি পারিবারিক বা ব্যক্তিগত কোনো কারণে ক্রোধের বশবর্তী হয়ে স্বেচ্ছায় বিষ পান করে বা ফাঁসি দিয়ে আত্মহত্যা করে তাহলে তার জানাজা পড়া শরীয়তের দৃষ্টিতে কতটুকু বৈধ? কতিপয় লোক এদের জানাজা পড়ে না এবং অপরকেও পড়তে বাধা দেয়— এদের হুকুম কী?
জবাব: আত্মহত্যা একটি জঘন্যতম অপরাধ তথা কবীরা গুনাহ। গোনাহগার মুসলমানের মতোই একজন গোনাহগার মুসলমান। তাই শরীয়তের দৃষ্টিতে তার জানাজা পড়াও ফরজে কেফায়া। সুতরাং প্রশ্নে বর্ণিত পদ্ধতিতে আত্মহত্যাকারীর জানাজার নামাজে শরীক হতে কাউকে বাধা দেয়া যাবে না। তবে দেশের বিশিষ্ট আলেমগণ স্বেচ্ছায় শরীক হবেন না। যাতে এ ধরনের অপকর্মের বিকাশ না ঘটে।
সূত্র: ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাহ; খণ্ড ১; পৃষ্ঠা- ১৫২।
-এএ