আর কে ওসমান আলী
দিনাজপুর প্রতিনিধি>
জ্বালানী তেলসহ নিত্য পণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধিসহ ভোলায় পুলিশের গুলিতে সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও ছাত্রদের সভাপতি নুরে আলম নিহতের প্রতিবাদে দিনাজপুরের নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
বুধবার উপজেলা হাইস্কুল মাঠে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
ডাঃ জাহিদ বলেন , সরকার ১০ টাকা কেজি দরে চাল এবং ঘরে-ঘরে চাকরি দেয়ার কথা বলে ক্ষমতায় এসে আজ চাল, ডাল, তেল সহ কৃষকের সারের দাম বাড়িয়ে দিয়ে জনগনের সাথে প্রতারণা করেছে। যখন বাহিরের দেশে তেলের দাম কমে যায়, তখন শেখ হাসিনা তেলের দাম বাড়ায় দেয়। এই সরকারের আমলে টাকা ছাড়া কোনো চাকরি হয় না, ঘুষ ছাড়া সরকারি দপ্তরে কাজ হয় না। আওয়ামী লীগ জনগনের টাকায় নিজের পকেট ভরছে। আওয়ামী লীগ মুখে যা বলে বাস্তবে তা করে না এটাই তার প্রমান।
তিনি বলেন, ভোলায় শান্তি পূর্ণ সমাবেশে পুলিশ গুলি চালিয়ে সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও ছাত্রদলের সভাপতি নূরে আলমকে হত্যা করছে।
ডাঃ জাহিদ বলেন, খালেদা জিয়া অনেক অসুস্থ জেনেও সরকার তাকে অবৈধ্য ভাবে জোরপূর্বক আটকে রেখে তাকে বিদেশে চিকিৎসা নিতে যেতে দিচ্ছে না।
-এএ