ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে পৌরসভার রাস্তা দখল করে সেপটিক ট্যাংক নির্মাণের অভিযোগ উঠেছে। আ. কুদ্দুস শেখ (৪৫) নামে এক ব্যাক্তির বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
আ. কুদ্দুস শেখ বোয়ালমারী দক্ষিণ কামারগ্রামের পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল খালেক শেখের ছেলে।
মঙ্গলবার (২৩ আগষ্ট) বিকেলে সরেজমিনে গিয়ে জানা গেছে, দক্ষিণ কামারগ্রামের টিপুর বাড়ি থেকে এ্যাড. জালাল উদ্দিনের বাড়ি পর্যন্ত দুইশ মিটার দৈর্ঘ্য একটি কাঁচা রাস্তার রয়েছে। সে রাস্তার আংশিক সীমানা দখল করে ৮ ফিট গভীর করে সেপটিক ট্যাংক নির্মাণ করছেন।
এ বিষয়ে রাস্তা দখলকারী আ. কুদ্দুস শেখ বলেন, আমার নিজের জমিতে এ সেপটিক ট্যাংক তৈরী করছি।
২ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জমির আলী শেখ বলেন, বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখবো আসলে রাস্তা দখল করে কাজ করছে কিনা।
পৌরসভার প্রকৌশলী মো. শাহিন আলম মুঠো ফোনে বলেন, রাস্তা দখল করে সেপটিক ট্যাংক করার খবর আমি জানিনা। তবে আপনার মাধ্যমে শুনতে পেরেছি, বুধবার সকালে ঘটনা স্থলে গিয়ে দেখা হবে। যদি রাস্তা দখল করে সেপটিক ট্যাংক নির্মাণ করে তাহলে মেয়র মহোদয়কে জানানো হবে। এ বিষয়ে তিনিই ব্যবস্থা গ্রহণ করবেন।
-এসআর