আওয়ার ইসলাম ডেস্ক: পুরোনো ঢাকার ওয়ারীতে লারমিনি স্ট্রিটের মাসজিদুন নূর টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ায় সাইকেল পুরস্কার দিয়েছে ৩৯ কিশোরকে।
সম্প্রতি খুবই সুন্দর একটি আয়োজন করেছে মসজিদটি। কয়েকমাস আগে মসজিদ কমিটি ঘোষণা দেন, ১০ থেকে ১৮ বছর বয়সী যারা টানা ৪০ দিন প্রতি ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতের সাথে আদায় করবে, তাদের প্রত্যেককে দেয়া হবে ব্র্যান্ড নিউ এক্সক্লুসিভ সাইকেল।
প্রতিযোগিতায় অংশ নেয় এলাকার অনেক ছেলে। প্রতি ওয়াক্ত কন্টিনিউ করে শেষ পর্যন্ত ৩৯ জন বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে যার যার বয়স অনুযায়ী সাইজের সাইকেল তুলে দেয়া হয়।
প্রতিযোগিতাকে বাচ্চারা সিরিয়াসলি নেয়, সঙ্গে অভিভাবকরাও। বাচ্চা যখন আবদার করে তখন বাবা সাথে না গিয়ে পারেন না। তাই বাচ্চার সাথে অনেক বাবাও মসজিদে আসেন।
ফলাফল, যে বাবা কখনও জুমা বা ঈদ ছাড়া কোনো নামাজ মসজিদে গিয়ে পড়েননি কিংবা নিয়মিত নামাজ পড়তেন না, তিনিও বাচ্চার সাথে এসে এসে অভ্যস্ত হয়ে পড়েছেন। এদের সবাই এখন মসজিদের নিয়মিত মুসল্লি। টানা ৪০ দিন যে কোনো কিছু করে গেলে তা অভ্যাসে পরিণত হয়। হয়েছেও তাই।
এমন গঠনমূলক কাজ সব মসজিদ কমিটি করবে বলে আশা প্রকাশ করেছেন মসজিদ কমিটি।
-এটি