আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের কাপাসিয়ায় দেশে বিরূপ আবহাওয়ার কারণে অনাবৃষ্টি, খরা ও প্রচণ্ড দাবদাহ থেকে রক্ষা পেতে ইসতিসকার নামাজ পড়েছেন এলাকাবাসী।
আজ শনিবার (২০ আগস্ট) সকালে উপজেলার নেতৃস্থানীয় আলেমদের উদ্যোগে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নামাজে বিভিন্ন শ্রেণি পেশার প্রায় পাঁচ শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।
জানা যায়, নামাজে ইমামতি করেন তরগাঁও তারতীলুল কোরআন মাদরাসার মোহতামিম মাওলানা আবদুস সামাদ খান, খুতবা পাঠ করেন বেফাক কর্মকর্তা মাওলানা আবদুল ওয়াহাব। দেশের উন্নতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন কাপাসিয়া দারুল উলুম মাদরাসার সাইখুল হাদিস মাওলানা আবদুল হাকিম।
এদিকে নামাজে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান আসাদ, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফাইজুদ্দিন ফকির, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা মো. মাহদুদুল হাসান মারুফ প্রমুখ উপস্থিত ছিলেন।
কেএল/