মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


ভিন্ন মতাদর্শীদের সঙ্গে দেওবন্দী আলিমদের আচরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| ড.আ ফ ম খালিদ হোসাইন ||

এক. ইসলামী শিক্ষা সঙ্কোচন নীতির বিরুদ্ধে দারুল উলুম দেওবন্দ কর্তৃক আহুত সর্বভারতীয় সম্মেলনে জমিয়তে উলামায়ে হিন্দ, জামায়াতে ইসলামী, শিয়া ওয়াকফ বোর্ড, জমিয়তে আহলে হাদিস, আহলে সুন্নাত বেরলভি জামায়াত, দিল্লি ও আজমিরের দরগাহের মুতাওয়াল্লি বক্তব্য রাখেন। জমিয়তে উলামায়ে হিন্দ কর্তৃক দিল্লি, মুম্বাই, আজমির, কোলকাতা ও হায়দারাবাদে আয়োজিত সন্ত্রাসবাদ বিরোধী ও জাতীয় সংহতি সম্মেলনে মুসলমানদের বিভিন্ন চিন্তাধারার আলিমদের পাশাপাশি উদারপন্থী হিন্দু সাধু ও সন্তরাও বক্তব্য পেশ করেন। ২০১৮ সালে জমিয়তে আহলে হাদিসের উদ্যোগে দিল্লির রামলীলা ময়দানে আয়োজিত ‘বিশ্ব শান্তি পুন প্রতিষ্ঠা ও মানবতা সংরক্ষণ’ শীর্ষক ৩৪তম জাতীয় সম্মেলনে দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস ও জমিয়তে ওলামায়ে ইসলাম হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানি অতিথি হিসেবে অংশ নেন এবং বক্তব্য উপস্থাপন করেন। সুত্র, টাইমস অব ইন্ডিয়া।

দুই. অতি সম্প্রতি ২৮ ও ২৯ মে২২ ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দে ওসমান নগর ঈদগাহ ময়দানে দেশটির মুসলমানদের সর্ববৃহৎ পুরনো সংগঠন জমিয়তে ওলামায়ে হিন্দের দুই দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়।মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি, দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানি, আসাম রাজ্যের লোকসভার সদস্য মাওলানা বদরুদ্দিন আজমল, জামায়াতে ইসলামী হিন্দের আমির সাইয়েদ সাআদাতুল্লাহ হোসাইনি, মাওলানা আহমদ রেজা খান বেরলভির দৌহিত্র বেরলভি নেতা মাওলানা তাওকির রেজা খান, আহলে হাদিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মুসলিম পারসোনাল ’ল’ বোর্ড, সুন্নি ওয়াকফ বোর্ডসহ ভারতের বৃহৎ বৃহৎ মুসলিম সংগঠনের প্রতিনিধিবৃন্দ গুরুত্বপূর্ণ ভাষণ দেন। সম্মেলনে জ্ঞানবাপী মসজিদ, মথুরা ঈদগাহের শাহি মসজিদ, দিল্লির কুতুব মিনারসহ ভারতে মুসলিমদের অন্যান্য চলমান সঙ্কট বিষয়ে আলেম, বুদ্ধিজীবী ও মুসলিম প্রতিনিধিরা মতবিনিময় ।

ভারতে নানা পথ ও মতের আলিমদের মধ্যে ঐক্যের একটি বাতাবরণ তৈরি হয়েছে। জাতীয় ও আঞ্চলিক সম্মেলনে তারা একে অপরকে অতিথি হিসেবে দাওয়াত দেন। (সূত্রঃ নয়াদিগন্ত, ঢাকা, ৩০ মে,২০২২)

তিন. ১৯৫১ সালে বিভিন্ন মতাদর্শের ৩১ আলিম করাচীতে হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভীর বিখ্যাত খলিফা আল্লামা সাইয়েদ সোলায়মান নদভীর সভাপতিত্বে মিলিত হয়ে ঐতিহাসিক ২২ দফা প্রণয়ন করেন। চ্যালেঞ্জ গ্রহণকারীদের মধ্যে অন্যতম ছিলেন মুফতি মুহাম্মদ শফি দেওবন্দী, মাওলানা সাইয়েদ আবূল আলা মওদুদি, জামায়াতে ইসলামী, মাওলানা যফর আহমদ ওসমানি দেওবন্দী, মাওলানা আতাহার আলী দেওবন্দী , মাওলানা শফি উকাড়ভি বেরলভী, মাওলানা শামসুল হক আফগানি, মাওলানা আবদুল হামিদ কাদেরি বাদায়ুনি, মাওলানা ইদরিস কান্ধেলভি দেওবন্দী, মাওলানা দাউদ গজনভি আহলে হাদিসসহ দুজন শিয়া মুজতাহিদ। ফলশ্রুতিতে রচিত হয় ৫৬ সালের ইসলামী সংবিধান।

চার. “জমিয়তে উলামায়ে হিন্দের বার্ষিক সম্মেলনে প্রধান মেহমান প্রখ্যাত হিন্দুনেতা সন্ত শ্রী রবি শঙ্কর ও শ্রী ঠাকুর রাম দেব”
জমিয়তে উলামায়ে হিন্দের ২৯ তম বার্ষিক সম্মেলনে প্রখ্যাত হিন্দু সন্ত শ্রী রবি শঙ্কর ও ৩০ তম সভায় ঠাকুর রামদেব
প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন। জমিয়তের নেতৃস্থানীয় ওলামায়ে কেরাম তাদের অভ্যর্থনা জানান।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ