আওয়ার ইসলাম ডেস্ক: জ্বালনি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদে এবং জমিয়ত নেতৃবৃন্দসহ কারাবন্দী আলেমদের মুক্তির দাবীতে আগামী কাল শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেইটে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচী সফল করার আহবান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
আজ (১৮ আগষ্ট) বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরস্থ টিউলিপ রেষ্টুরেন্টে নারায়ণগঞ্জ মহানগর জমিয়তের কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে এ আহবান জানান।
নতুন কমিটির সবাইকে মোবারকবাদ জানিয়ে জমিয়ত মহাসচিব আরো বলেন, সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা ব্যতীত এবং সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা ছাড়া গণমানুষের অধিকার আদায় করা যাবে না।
নারায়ণগঞ্জ মহানগর জমিয়তের সাবেক আহবায়ক ও নব নির্বাচিত সসভাপতি মাওলানা কামাল উদ্দীন দায়েমীর সভাপতিত্বে এবং মাওলানা মোনাওয়ার হোসাইন ও ছাত্রনেতা মাজহারুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত কাউন্সিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্মমহাসচিব ও ঢাকা মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান গাজিপুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী নাসির উদ্দীন খান, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, কেন্দ্রীয় সদস্য মাওলানা আবুল হাসানাত, নারায়ণগঞ্জ মহানগরের মাওলানা আব্দুল আলীম, মাওলানা মাজহারুল ইসলাম,মাওলানা রুহুল আমীন ও মাওলানা আব্দুর রশীদ প্রমূখ।
কাউন্সিলে মাওলানা কামাল উদ্দীন দায়েমীকে সভাপতি, মাওলানা মোনাওয়ার হোসাইনকে সাধারণ সম্পাদক ও মাওলানা হুমায়ূন রশীদকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট নারায়ণগঞ্জ মহানগর জমিয়তের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।
-এটি