মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


‘আরবি, বাংলা ইংরেজিসহ সব সাহিত্যে দখল ছিল আল্লামা আবদুল হালিম বুখারি রহ. এর’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসাদুজ্জামান।। বায়তুল মোকাররম ইসলামিক ফান্ডেশন মিলনায়তনে আবনায়ে জামেয়া ইসলামিয়া পটিয়া ঢাকা এর উদ্যোগে জামেয়া ইসলামিয়া পটিয়া সাবেক শাইখুল হাদিস ও মহাপরিচালক হাকিমুল ইসলাম শাহ মুফতি আব্দুল হালীম বুখারি রহ, এর জীবন ও কর্মশীর্ষক আলোচনা ও দুআা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতি ছিলেন শাইখুল হাদিস ফকিহুদ দ্বীন হাফেজ মুফতি আহমাদুল্লাহ, প্রধান অতিথি আন্তর্জাতিক ইসলামিক স্কলার বহু ভাষাবিদ জামেয়া ইসলামিয়া পটিয়ার মহা পরিচালক আল্লামা উবায়দুল্লাহ হামযা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামেয়া ইসলামিয়া পটিয়া নায়েবে মুহতামিম আল্লামা আবু তাহের নদভী, আল্লামা আবদুল হালিম বুখারি রহ, সুযোগ্য সন্তান মানজুর হালীম বুখারি, আল্লামা আবদুল হামীদ, পীর সাহেব মধুপর।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা রুহুল আমীন। আল্লামা মাহফুজুর রহমান মহা-সচিব বেফাকুল মাদারিসিল আরাবিয়া, মুফতি ফয়ুল করিম নায়েবে আমির ইসলামি আন্দোলন বাংলাদেশ, আল্লামা উবায়দু কাদের নদভী, মুফতী মুখলেছুর রহমান কাসমী, মাও সানাউল্লাহ আজহারী, মুফতী মিজানুর রহমান বুখারী, মুফতি কাজী সিকন্দার, মুফতি শফীক সাদী, হাফেজ মাও হোসাইন, মাও আতিকুল্লাহ, মুফতী যোবায়ের, মাও মাজহারুল হক মাও আলী হাসান তৈয়ব, পটিয়ার জামেয়া দু শতাধিক পুরাতন ছত্রসহ আরো অনেক।

এতে আল্লামা উবায়দুল্লাহ হামযা বলেন আল্লামা বুখারি রহ, ছিলেন তিরমিজি দারসের বেমেচাল, তিনি অনন্য গুণের সমাবেশ ছিল, আরবি, বাংলা ইংরেজিসহ সব সাহিত্যে দখল ছিলেন বুখারির দরসে যেন ইমাম বুখারি, তার দরস সমানভাবে সব ছাত্র বুঝতেন।

অনুষ্ঠানে মাওলানা মাহফুজুল হক বলেন, তিনি ছিলেন ঐক্যের প্রতিক। আল্লাহ আবু তাহের নদভী, বলেন তিনি অতি বিচক্ষণ ও দূরদর্শী, যা তিনি অনেক আগে বুঝতেন আমরা তা অতি পরে বুঝতাম। এতে সবাই আল্লামা বুখারী রহ এর জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। হাফেজ আহমাদুল্লাহ, এর দুআার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ