আওয়ার ইসলাম ডেস্ক: মজুরি বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন দেশের বিভিন্ন চা-বাগানের শ্রমিকরা। ৩০০ টাকা মজুরি না পেলে রাজপথ ছাড়বেন না চা-শ্রমিকরা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রম অধিদপ্তরের সঙ্গে মজুরি নিয়ে বৈঠক চলাকালেও হবিগঞ্জে চা-শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ করেছেন।
মঙ্গলবার (১৬ আগস্ট) চুনারুঘাট উপজেলার চান্দপুর বাসস্ট্যান্ডে শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। ৩০০ টাকা মজুরির দাবি না মানলে রাজপথ না ছাড়ার ঘোষণা দেন সমাবেশে বক্তারা।
লস্করপুর ভ্যালি চা জনগোষ্ঠীর ভূমি অধিকার ছাত্র-যুবক আন্দোলনের সাধারণ সম্পাদক মুকেশ কর্মকার বলেন, আমরা চুনারুঘাটে সড়ক অবরোধ করার কারণেই শ্রম অধিদপ্তর আজ আমাদের সঙ্গে বৈঠকে বসেছে। তবে বৈঠকে মালিকপক্ষের কেউ নেই। ফলে আলোচনা কতটুকু ফলপ্রসূ হবে, তা বুঝতে পারছি না। আমরা কোনোভাবেই ৩০০ টাকা মজুরির দাবি থেকে সরে আসব না। আর বৃহত্তর আন্দোলনে নামব। রাজপথ ছাড়ব না।
আমু চা বাগানের পঞ্চায়েত সভাপতি ধনেশ্বর ব্যানার্জি বলেন, চা-শ্রমিকরা বৈষম্য মেনে নেবে না। মজুরির দাবির পাশাপাশি শিক্ষা ও চিকিৎসাও নিশ্চিত করতে হবে।
চান্দপুর চা বাগান পঞ্চায়েত সভাপতি স্বপন সাঁওতালের সভাপতিত্বে সমাবেশে শত শত চা শ্রমিক অংশ নেন।
-এসআর