রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

যাদুরচর মাদরাসায় বাংলা ও আরবি ভাষা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক: দেশের ঐতিহ্যবাহী দ্বীনি মারকায সাভারের জামিয়া সিদ্দীকিয়া যাদুরচর মাদরাসায় বাংলা ও আরবি ভাষা প্রশিক্ষণ কর্মশালা গতকাল (১৫ আগস্ট) সোমবার সকাল নয়টায় অনুষ্ঠিত হয়েছে। যাদুরচর মাদরাসার ছাত্র সংসদ আমরা এক কাফেলার উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইত্তিহাদুল উলামা সাভার উপজেলার সভাপতি ও যাদুরচর মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী। আমরা এক কাফেলার সভাপতি ও যাদুরচর মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি আবদুল্লাহ ফিরোজীর সঞ্চালনায় প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি মাওলানা মুনীরুল ইসলাম এবং মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহর প্রতিষ্ঠাতা পরিচালক শায়েখ মহিউদ্দিন ফারুকী।

প্রশিক্ষণ প্রদানকালে মাওলানা মুনীরুল ইসলাম বলেন, জগতের সবকিছুই আল্লাহর সৃষ্টি ও অকৃপণ দান। মাতৃভাষাও এর ব্যতিক্রম নয়। মাতৃভাষা আল্লাহ তায়ালার সেরা দান ও নেয়ামত। ইসলাম প্রচারে শুদ্ধ ভাষা ও সুন্দর বর্ণনার প্রভাব অনস্বীকার্য। আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ সা. ছিলেন ‘আফছাহুল আরব’ তথা আরবের শ্রেষ্ঠ বিশুদ্ধভাষী। তাই বিশুদ্ধ মাতৃভাষায় কথা বলা নবীজি সা.-এর সুন্নত। সভ্যতা ও সংস্কৃতির ইতিহাস থেকে জানা যায়, মাতৃভাষার গুরুত্ব যাদের কাছে যত বেশি, তারা উন্নয়নের ধারায় তত বেশি এগিয়ে। তাই বিশুদ্ধ মাতৃভাষা সবার চর্চা করা উচিত।

উপস্থিত তিন শতাধিক শিক্ষার্থীকে শায়েখ মহিউদ্দিন ফারুকী বলেন, আরবি আমাদের ধর্মীয় ভাষা। জান্নাতের ভাষা। রাসূলে আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভাষা আরবি। কোরআন ও হাদীসের ভাষা আরবি। কোরআন ও হাদীসের সঠিক মর্ম বের করতে হলেও আরবি ভাষা অবশ্যই জানা প্রয়োজন। আরবি ভাষা অধ্যয়ন ও আয়ত্ত করা ছাড়া কোন লোক ইসলামের কোন বিষয়ের ওপর সঠিক ফতোয়া দিতে পারবে না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি, আরবি ভাষা সর্বদিক থেকেই অতি প্রয়োজন। তাই আমাদেরকে উৎসাহ উদ্দীপনা নিয়ে বিশুদ্ধ ভাবে আরবি ভাষা শিখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন মাদরাসাতুস সুন্নাহর প্রিন্সিপাল মুফতি শফীউল বাশার, বাইতুস সালাম জামে মসজিদ হেমায়েতপুরের খতীব মুফতি মাহমুদ হাসান হাবিবী, আমরা এক কাফেলার সিনিয়র সহসভাপতি মুফতি ইবরাহীম বিন সিদ্দীক, যাদুরচর মাদরাসার সহকারী শিক্ষাসচিব মুফতি নূর হোসাইন, মুফতি মামুনুর রশীদ, মুফতি শোয়াইব আহমাদ, মুফতি আনওয়ারুল ইসলাম, মুফতি ইবরাহীম নাঈম প্রমুখ।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ