সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

কুরআনের হাফেজ সাংবাদিক বাছিত খাঁনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম
মৌলভীবাজার থেকে >

মৌলভীবাজারের কমলগঞ্জে সাংবাদিক আব্দুল বাছিত খানের ওপর হামলার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন কর্মরত সাংবাদিকরা।

আজ রোববার (১৪ আগস্ট) দুপুরে কমলগঞ্জ উপজেলা চৌমুহনী চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ’র সম্পাদক জুয়েল আহমদের সভাপতিত্বে ও সাংবাদিক সাজিদুর রহমান সাজুর পরিচালনায় জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহন করেন। দুই ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা হরণের জন্যই এ হামলা।

সাংবাদিকের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। এরকম নির্যাতন কোনোভাবে মেনে নেয়া হবে না। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাব সহ-সভাপতি প্রণীত রঞ্জন দেবনাথ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, এম এ হামিদ, নুরুল মোহাইমিন মিল্টন, জুড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সভাপতি ইসমাইল মাহমুদসহ অন্যান্যরা।

প্রসঙ্গত, শনিবার দুপুরে কমলগঞ্জের উবাহাটা এলাকা দিয়ে যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ে হেলমেট পরা দুর্বৃত্তরা দৈনিক খবরপত্র পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি হাফেজ আব্দুল বাছিত খাঁনকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়। এসময় আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার ডান হাতের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত ও পায়ে জখম রয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদোস হাসান জানান, 'এ পর্যন্ত ঘটনার সাথে জড়িত সন্দেহে দুই জনকে আটক করা হয়েছে। সবাইকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ