শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প

আদর্শ নারীর প্রতীক ‘সীরাতে আয়েশা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। খাদিজা ইসলাম ।।

বইয়ের নামঃসীরাতে আয়েশা
লেখকঃসাইয়েদ সুলাইমান নদভী রহ.
অনূদিতঃ?মাওলানা শফিকুল ইসলাম
সম্পাদিতঃ মাওলানা মাসুদুর রহমান
প্রকাশনীর রাহনুমা
শুভেচ্ছা মূল্যঃ৫৬০
পৃষ্ঠাঃ৫১২

সীরাতে আয়েশা বইটি একজন আদর্শ নারীর প্রতীক।

সাইয়েদ সুলাইমান নদভী রহঃ উর্দু ভাষার অনন্য সৃষ্টি সীরাতে আয়েশা বইটি। সীরাতে আয়েশাই মুসলিম নারীদের খেদমতে দীনের ক্ষেত্রে তাঁদের ব্যাপক অবদান ও কীর্তি উর্দুভাষীদের কাছে তুলে ধরার প্রয়াস দেখিয়েছেন। মুসলিম মা বোনদের মন থেকে ইসলামী শিক্ষা -দীক্ষা নেই। কোনো মুসলিম মহীয়সীর পূর্ণাঙ্গ জীবনাদর্শ তাদের সামনে নেই। তাই লেখক এমন এক মহীয়সীর জীবনাদর্শ, যিনি ছিলেন মহান বীর আদর্শ জীবনের আদর্শসঙ্গিনী;যিনি নবীজির একান্ত আন্তরিক সাহচর্যে ধন্য হয়েছেন নয় বছর। যাঁর পথনির্দেশের আলোকবর্তিকা স্বর্ণযুগের রমণীকুলকে আলো দিয়েছে প্রায় চল্লিশ বছর উনাকে পাঠকের সামনে তুলে ধরেছেন বইটিতে।

একজন মুসলিম নারীর জন্য সীরাতে আয়েশা রাযি -তে রয়েছে জীবনের সার্বিক দিক- নির্দেশনা। জীবনের পরিবর্তন, উত্থান- পতন,উন্নতি-অবনতি,শোক-সুখ,বিবাহ-বিরহ,পিত্রালয় -শশ্বুরালয়,স্বামী-সতিন, বৈধব্য, অপত্যহীনতা, পরবাস, পরবাস, রান্নাবান্না, সন্তানপালনসহ, সাংসারিক জীবনের আবেগ-অনুভূতি, অভিমাণ-ভালোবাসা যত্ন সর্বোপরি আদর্শ উজ্জ্বল এক চিত্র আয়েশা রাঃ এর জীবনচরিত। মহানবী সাঃ উনার সোহবত থেকে থেকে দ্বীন শেখা। বিশুদ্ধ হাদিস চর্চা, দ্বীনের খেদমত, মুসলিম উম্মাদের এক অনুসরণীয় ব্যক্তিত্ব সীরাতে আয়েশা।জ্ঞান -গুণ, ধর্মকর্ম ও চরিত্রমাধুরীর অনুপ মতা তো বলাই বাহুল্য্য। প্রকৃত প্রস্তাবে,তাঁর পবিত্র জীবনচরিত হলো সেই স্বচ্ছ আয়না,যাতে ফুটে ওঠে একজন মুসলিম নারীর প্রকৃত জীবনের আলেখ্য। লেখক সাইয়েদ সুলাইমান নদভী রহ নবী পরিবারের এক মহীয়সী নারীর পবিত্র জীবনধারার সমষ্টি, সাংসারিক জীবনের চিত্র আমাদের মুসলিম পরিবারের নারীদের সামনে তুলে ধরেছেন। সেইসাথে উনার খেদমত, নারীদের প্রতি আয়েশা রাঃ নসীহাহ বইটিতে স্থান পেয়েছে। শুধু তাই নয় বিশুদ্ধ হাদিস,নারীদের নিয়ে মজলিশের চিত্র ও বইটিতে লক্ষণীয়। এক কথায় আয়েশা রাঃ মাধ্যমে লেখক আমাদের সামনে আদর্শের প্রতীক হিসেবে উন্মোচন করেছেন সীরাতে আয়েশা তে।

সীরাতে আয়েশা বইটির কিছু প্রিয় বাক্য-
১.নিকৃষ্ট তো সেই, যার ব্যবহারে মানুষ দূরে সরে যায়।
২.আমার চোখদুটো ঘুমায়;কিন্তু আমার হ্রদয় ঘুমায় না।
৩.হায় হায় আমার স্ত্রীর কি হবে?
৪.কষ্ট যত সওয়াব তত।
৫.প্রিয়তমের সব কিছুই প্রিয় লাগে।

লেখক সাইয়েদ সুলাইমান নদভী রহ. সীরাতে আয়েশা বইটি তাঁর অসাধারণ প্রতিভার স্বাক্ষর। আমাদের নারীকুলের জন্য পূর্ণাঙ্গ আদর্শ সীরাতে আয়েশা বইটি।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ