সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

অন্ধ হাফেজের ঘর বানিয়ে দিলেন পুলিশ সুপার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটে অন্ধ হাফেজের ঘর বানিয়ে দিয়েছেন মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। যার ফলে প্রশংসায় ভাসছেন তিনি। ভয়াবহ বন্যায় হাফেজ আব্দুল মালিকের ঘরে ভেঙে গেলে নির্মাণের দায়িত্ব নেন তিনি।

বুধবার (১০ আগস্ট) হাফেজ আব্দুল মালিককে সেই ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ জুন গোয়াইনঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়দের মধ্যে ত্রাণ বিতরণ করেন মোহাম্মদ ফরিদ উদ্দিন। এ সময় বন্যায় বিধ্বস্ত অন্ধ হাফেজ আব্দুল মালিকের ঘর দেখে মর্মাহত হোন তিনি। যার ফলে তাকে ঘর বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

অন্যদিকে, নতুন ঘর পেয়ে বেশ খুশ আব্দুল মালিক। সময় সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এই বিষয়ে মোহাম্মাদ ফরিদ উদ্দিন বলেন, পুলিশ সব সময় মানুষের সেবায় নিয়োজিত। আমরা মানুষের জন্য ভালো কিছু করতে পারলে মনে প্রশান্তি পাই। একজন কোরআনের হাফেজকে থাকার ঘর করে দিতে পেরে ভালো লাগছে। মনে হচ্ছে সত্যিই ভালো কিছু করতে পেরেছি।

প্রসঙ্গত, মোহাম্মাদ ফরিদ উদ্দিন পদোন্নতি পেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন। তবে নতুন পুলিশ সুপার সিলেটে না যুক্ত হওয়ায় এখনো সিলেটে কর্মরত রয়েছেন তিনি।

-এসআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ