আবদুল্লাহ তামিম।।
শায়খুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে চাঁদপুরের শাহরাস্তির মেহের উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। ফ্রি রোগী দেখেন ডা. জহির উদ্দীন আহমদ, ডা. মো: সালি আলআমিন।
চক্ষু শিবিরে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ আসনের সাংসদ মেজর (অব) রফিকুল ইসলাম বীর উত্তম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তির ইউনো হুমায়ুন রশীদ, দোয়া পরিচালনা করেছেন কালিমুল্লাহ জামিল হোসাইন।
সাংসদ মেজর (অব) রফিকুল ইসলাম বীর উত্তম অনুষ্ঠানের বক্তব্যে বলেন, আজকের এ মহতি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। যারা এ অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের আন্তরিক মোবারকবাদ জানাই। আল্লামা কারী বেলায়েত হুসাইন রহ. ভালো মানুষ বলতে যা বুঝায় তিনি তাই ছিলেন। মহান আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন তিনি।
তার সন্তানগণ আজ তার মৃত্যুর পরও তার আদর্শকে বুকে ধারণ করে রেখেছেন। দেশ মানুষ ও মানুষের সেবায় তারা কাজ করছে এটা অনেক বড় মনের পরিচয়। তারা আরো অনেক কাজ করুক এটাই কামনা করি।
অনুষ্ঠিতব্য চক্ষু শিবির বিষয়ে ফাউন্ডেশনের পরিচালক ইসমাইল বেলায়েত হুসাইন বলেন, শাইখুল কুরআন আল্লামা কারী বেলায়েত হুসাইন রহ. এর নামে প্রতিষ্ঠত শায়খুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে ‘অন্ধ জনে দাও আলাে’ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিবাসীর জন্য চক্ষু রােগীদের ফ্রি চিকিৎসার কার্যক্রম দীর্ঘদিন ধরেই চলে আসছে। আমরা চাই এলাকার বঞ্চিত মানুষ চিকিৎসাসেবা পাক। ইনশাআল্লাহ আরও এরকম খেদমত আল্লাহ যেন এই ফাউন্ডেশন দিয়ে আঞ্জাম দেয়ার তাওফিক দান করেন।
-এটি