সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
রাজধানীসহ ১৪ অঞ্চলে সকাল সকাল বজ্রসহ বৃষ্টি হতে পারে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী

শায়খুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

শায়খুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে চাঁদপুরের শাহরাস্তির মেহের উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। ফ্রি রোগী দেখেন ডা. জহির উদ্দীন আহমদ, ডা. মো: সালি আলআমিন।

চক্ষু শিবিরে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ আসনের সাংসদ মেজর (অব) রফিকুল ইসলাম বীর উত্তম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তির ইউনো হুমায়ুন রশীদ, দোয়া পরিচালনা করেছেন কালিমুল্লাহ জামিল হোসাইন।

সাংসদ মেজর (অব) রফিকুল ইসলাম বীর উত্তম অনুষ্ঠানের বক্তব্যে বলেন, আজকের এ মহতি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। যারা এ অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের আন্তরিক মোবারকবাদ জানাই। আল্লামা কারী বেলায়েত হুসাইন রহ. ভালো মানুষ বলতে যা বুঝায় তিনি তাই ছিলেন। মহান আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন তিনি।

তার সন্তানগণ আজ তার মৃত্যুর পরও তার আদর্শকে বুকে ধারণ করে রেখেছেন। দেশ মানুষ ও মানুষের সেবায় তারা কাজ করছে এটা অনেক বড় মনের পরিচয়। তারা আরো অনেক কাজ করুক এটাই কামনা করি।

অনুষ্ঠিতব্য চক্ষু শিবির বিষয়ে ফাউন্ডেশনের পরিচালক ইসমাইল বেলায়েত হুসাইন বলেন, শাইখুল কুরআন আল্লামা কারী বেলায়েত হুসাইন রহ. এর নামে প্রতিষ্ঠত শায়খুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে ‘অন্ধ জনে দাও আলাে’ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিবাসীর জন্য চক্ষু রােগীদের ফ্রি চিকিৎসার কার্যক্রম দীর্ঘদিন ধরেই চলে আসছে। আমরা চাই এলাকার বঞ্চিত মানুষ চিকিৎসাসেবা পাক। ইনশাআল্লাহ আরও এরকম খেদমত আল্লাহ যেন এই ফাউন্ডেশন দিয়ে আঞ্জাম দেয়ার তাওফিক দান করেন।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ