রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খাগড়াছড়িতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধি: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখা।

আজ (৯আগস্ট) মঙ্গলবার সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি কালেক্টর জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে আদালত সড়ক প্রদক্ষিণ করে কোর্ট চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়।

জেলা সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা কাউসার আজিজীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা সহ সভাপতি আব্দুল জব্বার গাজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, ইসলামী ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারি মোঃ আল আমিন, যুব আন্দোলনের সদস্য মাওলানা তাজুল ইসলাম, উপসম্পাদক মাওলানা আলী হোসেন কারীমী, ছাত্র আন্দোলনের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম জিহাদ প্রমূখ।

সমাবেশে বক্তাগণ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ চরম অবস্থায় দৈনন্দিন জীবন অতিবাহিত করছে। এমতাবস্থায় তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। অবিলম্বে মানুষের দুর্দশা দূর করতে তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তাগণ।

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ