।। আমজাদ হোসেন ।।
সকাল-বিকাল-রাত্রি-দুপুর, সব বেলাতেই ভাবি;
স্বপ্ন দেখে দুচোখ বুজি,
স্বপ্ন দেখেই বাঁচি।
তারপরে হায় বিবেগ আমায় বলল কাছে ডেকে,
সারা জনম কাটিয়ো না গো স্বপ্নে বিভোর থেকে।
স্বপ্ন তোমায় পথ দেখাবে, স্বপ্ন দেখেই পথ হারাবে।
কপাল ছেয়ে ভাগ্য পেয়ে অহর্নিশি ভাবি,
আমি এক খেয়া নৌকা ভাগ্য তাহার মাঝি।
তার ইঙ্গিতে চলবো, তার ইঙ্গিতেই চলছি।
তারপরে হায় বিবেগ আমায় বলল কাছে ডেকে-
ভাগ্যের ঘোরে ডুবে থেকো না। জীবনের বাঁকে বাঁকে
কর্ম তোমায় কাঁদাবে, কর্ম-ই তোমায় হাসাবে।
পথ হারিয়ে পথ খুঁজিতে কি করা যায় ভাবি,
উপায় পানে চেয়ে শুধু জীবন পথে চলি।
পথের দিশে দেখায় যে, সে তার কথাটি ভুলি।
তারপরে হায় বিবেগ আমায় বলল কাছে ডেকে,
আলোর রেখায় পথটি দেখায়, এমন কে আছে গো বলো,
মোরা তার-ই পরে জীবন ভরে থাকবো ঋণী চলো।
জীবনে হাজারোবার পথ হারাবো
তবু আলাকে খুঁজে যাবো।
এভাবেই কোনো এক হারানো পথের প্রান্তে আমার গতিরুদ্ধ হবে!
কেএল/