শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন ‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’ সিইসিসহ নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা শপথ নেবেন রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হলেন মুন্সিগঞ্জের নিরব ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু বাজারে এলো ইনফিনিক্সের সবচেয়ে স্লিম স্মার্টফোন

ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশনের ‘কুরআন সবক অনুষ্ঠান’র উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন
ফরিদপুর জেলা প্রতিনিধি

বিশ্ব মানবতার মুক্তির সনদ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের জাঁকজমকপূর্ণ  ‘কুরআন সবক অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে ফরিদপুর রেল স্টেশন জামে মসজিদে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের নিয়ে এ সবক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুরের  নব যোগদানকৃত উপপরিচালক মোহাম্মাদ ইয়াসিন মোল্লার সভাপতিত্ব এতে ভার্চুয়ালিভাবে যুক্ত হয়ে কথা বলেন, প্রকল্পের প্রকল্প পরিচালক এ এস এম শফিউল আলম তালুকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, (জেলা প্রশাসকের প্রতিনিধি) অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাফিজুর রহমান।

এতে স্বাগত বক্তব্য দেন জেলা ফিল্ড অফিসার মো. রাসেল।

এছাড়াও বক্তব্য দেন, ফরিদপুর মুসলিম মিশনের অধ্যাপক এম এ সামাদ, বাকিগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা প্রতিনিধি আনিসুর রহমান সজল, রেল স্টেশন মসজিদের সভাপতি, ইমাম ও খতিব মাওলানা আবুল কালাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী উপপরিচালক মো. সুজন মিয়া, জেলা সদর ফিল্ড সুপারভাইজার আব্দুল্লাহসহ স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, "সকল অনুষ্ঠানের শ্রেষ্ঠ অনুষ্ঠান কুরআন সবক অনুষ্ঠান"। বক্তাগণ মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প এবং দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্প দু'টি দ্রুত পাশ পাস হওয়ার আশা ব্যক্ত করে এর আরো সম্প্রসারণ ও উন্নতি কামনা করেন।

অনুষ্ঠানে কুরআন সবক প্রদান করেন ফরিদপুরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আরাবিয়া শামসুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি কামরুজ্জামান।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইফা ফরিদপুর জেলা মাস্টার ট্রেইনার মাওলানা মো. রুহুল আমীন ও জি. সি ফরিদপুর সদর মাওলানা মো. মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে ফরিদপুর জেলা উপ- পরিচালক বলেন, ‘আমরা সারা জেলাতেই এভাবে জাঁকজমকের সাথে কুরআন সবক অনুষ্ঠান বাস্তবায়ন করবো, ইনশাআল্লাহ।’ দ্বীনি শিক্ষা প্রচার-প্রসারে আন্তরিক ভাবে কাজ করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ