সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড হাতে পেলেন বানিয়াচংয়ের বীর মুক্তিযোদ্ধারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||আব্দুর রউফ আশরাফ||

হবিগঞ্জের বানিয়াচংয়ে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৩ আগষ্ট) সকাল ১০ টায় বানিয়াচং উপজেলা পরিষদ হলরুমে সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান।

বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমির হোসেন মাষ্টার, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাসিনা আক্তার, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধনমিয়া,বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা মোঃ আমীর খান, বীর মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া প্রমুখ।

এছাড়া বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

পরে ১০২ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড হস্তান্তর করা হয়। এছাড়া ইতিপূর্বে নিহত হওয়া ৮৮ জন বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড ওয়ারিশান জটিলতার কারণে উপজেলা নির্বাহী অফিসারের নিকট রক্ষিত রয়েছে। যা পরবর্তীতে বণ্ঠন করা হবে।

-কেএল


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ