আওয়ার ইসলাম ডেস্ক: বরিশাল মেট্রোপিলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম-বিপিএম (বার) জানিয়েছেন, আবাসিক হোটেলে আইন শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ হলে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না।
আজ বৃহস্পতিবার (০৪ আগস্ট) সকাল ১১টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদর দফতরের সম্মেলন কক্ষে নগরের আবাসিক হোটেল মালিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, অতিথির নিবন্ধনের (বোর্ডার এন্ট্রি) সময় নিয়মতান্ত্রিকভাবে তার ছবি তুলতে হবে, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের কপি সংগ্রহ করতে হবে।
তিনি বলেন, বোর্ডারের পূর্ণাঙ্গ নাম ঠিকানা এবং ফোন নাম্বার হোটেল রেজিস্টারে যথাযথভাবে লিপিবদ্ধ করতে হবে। তার দেওয়া ফোন নম্বরে তাৎক্ষণিক কল করে এর সঠিকতা যাচাই করতে হবে। এছাড়া সব সময়েই সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে।
এই সভায় বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত প্রকাশ করে আবাসিক হোটেল মালিকরা।
এছাড়া সভায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার-পিপিএম (সেবা), উপ-পুলিশ কমিশনার (সিএসবি) খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. মনজুর রহমান-পিপিএম (বার) সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
-এসআর