।। ইকবাল হুসেন ।।
মেঘের উপর মেঘ জমেছে
দিনে রাতে সমানতালে
বৃষ্টি পড়ছে অঝোরধারে
বাড়ছে পানি গ্রীষ্মকালে।
বৃষ্টি হলে মুষলধারে
গরিব দুঃখীর দুঃখ বাড়ে
ঘর-বাড়ি যে ডুবে যাচ্ছে
কোথায় থাকবে অনাহারে।
বৃষ্টি হলে সবার আগে
পাখিরা সব জিকির করে
বৃক্ষলতা গোসল সারে
কেউ বা জলে মৎস ধরে।
এই আশায় সবাই আছে
এক পশলা বৃষ্টির পরে
সবসময় সবার জন্যে
ভালই অপেক্ষা করে।
-কেএল