আওয়ার ইসলাম ডেস্ক: ফেনীতে ১৬ কোটি ৮৮ লাখ ৭১ হাজার ৩শ’ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফেনী ব্যাটালিয়ন।
আজ বুধবার (২৭ জুলাই) দুপুরে বিজিবির জায়লস্কর সদর দফতরে মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়।
বিজিবি জানায়, গত ১ জানুয়ারি ২০১৮ তারিখ হতে ৩০ জুন ২০২২ তারিখ পর্যন্ত উদ্ধারকৃত মাদক দ্রব্যের মধ্যে রয়েছে ৯ হাজার ৩শ’ ৬৪ বোতল ভারতীয় ফেনসিডিল, যার আনুমানিক মূল্য ৩৭ লাখ ৪৫ হাজার ৬শ’ টাকা; ১৯ বোতল ভারতীয় ইস্কপ সিরাপ, যার আনুমানিক মূল্য ৭ হাজার ৬শ’ টাকা; ৬শ’ ৮৮ ভারতীয় বিয়ার ক্যান-বোতল, যার আনুমানিক মূল্য ১ লাখ ৭২ হাজার টাকা।
১৩ হাজার ২শ’ ১১ বোতল ভারতীয় হুইস্কি, যার আনুমানিক মূল্য ১ কোটি ৯৮ লাখ ১৬ হাজার ৫শ’ টাকা; ১৫.৫ কেজি ভারতীয় গাঁজা, যার আনুমানিক মূল্য ১৮ লাখ ৪ হাজার ২শ’ ৫০ টাকা; ১৬ হাজার ৪শ’ ৭৯ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক মূল্য ৪৯ লাখ ৪৩ হাজার ৭শ’ টাকা।
-এটি