আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালী হাতিয়ায় এমভি আয়েশা নামে একটি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ১৮ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও ট্রলারটি এখনও নিখোঁজ।
মঙ্গলবার (২৬ জুলাই) সকালে নিঝুমদ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে এই দুর্ঘটনা ঘটে।
এমভি আয়েশা নামে ট্রলারটি হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের কাটাখালী খালের। এর মালিক জাহাজমারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. খোকন।
ট্রলারের মালিক খোকন জানান, ট্রলারটি সাগর থেকে ঘাটে আসার পথে দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় প্রবল স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এটি। পরে পাশে থাকা অন্য একটি ট্রলারে করে তাদের উদ্ধার করে ঘাটে নিয়ে আসে। দুর্ঘটনার কবলে পড়া ট্রলারে ১৮ জন ছিল। মঙ্গলবার দুপুরে ঘাট থেকে আরও দুইটি ট্রলার দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে এটি উদ্ধার করার জন্য।
সাগরে ডুবে যাওয়া ট্রলারের মাঝি নেছার উদ্দিন জানান, সাগর উত্তাল ছিল, মাছও পাওয়া গেছে প্রচুর। ট্রলারে ৫ হাজারের মতো ইলিশ মাছ ছিল। ট্রলার নিয়ে ঘাটে আসার পথে প্রবল জোয়ারের স্রোতের মুখে পড়লে উল্টে যায় এটি। পরে সাঁতার দিয়ে জেলেরা সবাই অন্যান্য ট্রলারে গিয়ে ওঠে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ ব্যাপারে হাতিয়া থানা পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বলেন, সাগরে মাছ ধরা ট্রলার ডুবির ঘটনাটি ট্রলারের মালিক মোবাইলে আমাকে বলেছেন। আমরাও খোঁজখবর নিচ্ছি। তবে কোনো হতাহতের ঘটনা আছে কি না, এখনও নিশ্চিত হতে পারিনি।
-এএ