আর কে ওসমান আলী
দিনাজপুর প্রতিনিধি>
দিনাপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে জব্দকৃত লক্ষাধিক টাকার মাছ ধরা নিষিদ্ধ জাল আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে উত্তরবঙ্গের ঐতিহাবাহী নবাবগঞ্জ জাতীয় উদ্যান সংলগ্ন আশুড়ার বিলে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম।
এ সময় উপজেলামৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. কাওসার হোসেন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম বলেন, উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আশুড়ার বিলটি সরকারী বিল। এখানে বিপুল পরিমান মাছ উৎপাদন হয়। কিন্তু কিছু অসাধু ব্যক্তি বিলের অভয় আশ্রমে সরকার ঘোষিত নিষিদ্ধ জাল পেতে মাছ ধরে বিলের মাছের জীব বৈচিত্র নষ্ট করছে। এ কারনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ভ্রাম্যমান আদালতের অভিযানে আশুরার বিল থেকে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ করে আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে। মাছের উৎপাদন বৃদ্ধি করতে এমন অভিযান অব্যাহত থাকবে।
-এএ