সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

তাকমিল পরীক্ষা দিতে ফযিলত ও সানাবিয়াতে উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক তাকমিল পরীক্ষা দিতে ফযিলত ও সানাবিয়াতে উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

আজ শনিবার বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মাওলানা মুহাম্মদ যুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেফাকভুক্ত সকল মাদরাসার মুহতামিমদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আলহাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর নেসাব উপ-কমিটির সিদ্ধান্ত এবং স্থায়ী কমিটি কর্তৃক অনুমােদনের ভিত্তিতে ১৪৪৬-১৪৪৭ হিজরী শিক্ষাবর্ষ থেকে দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষায় নিবন্ধনের জন্য ফযিলত এবং সানাবিয়াতে ৬ বাের্ডের যে কোন বাের্ড হতে উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করা হয়।

উক্ত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে বিগত ২৮/১১/১৪৪৩ হিজরী মােতাবেক ২৯/০৬/২০২২ ঈসায়ী তারিখে অনুষ্ঠিত বেফাকের মজলিসে খাস-এর সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, হাইআতুল উলয়ার সিদ্ধান্ত অনুযায়ী চলতি বত্সর হতে সানাবিয়া উলইয়ার পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক এবং সানাবিয়া উলইয়া পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারাই দুই বত্সর পর ফযীলত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

ফলে বেফাকের অনুষ্ঠিতব্য ৪৬তম (১৪৪৪ হি.) কেন্দ্রীয় পরীক্ষায় সানাবিয়া মারহালায় উত্তীর্ণ না হলে ০২ বছর পর ১৪৪৬ হিজরীতে ‘ফযিলত' পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এবং ১৪৪৭ হিজরী সনে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে ‘তাকমীল’ পরীক্ষায় অংশগ্রহণের কোন সুযােগ থাকবে না।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ