সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

ভেঙ্গে ফেলা বখশিবাজার মসজিদ স্থায়ী নির্মাণের দাবিতে মেয়র তাপসের কাছে জাতীয় ইমাম সমাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। কাউসার লাবীব ।।

ভেঙ্গে ফেলা বখশিবাজার মসজিদ অবিলম্বে স্থায়ীভাবে নির্মাণের দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে জাতীয় ইমাম সমাজের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার (২২ জুলাই) সন্ধ্যায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।  বৈঠক শেষে জাতীয় ইমাম সমাজের পক্ষ থেকে মেয়র তাপস বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

এতে বলা হয়, আসসালামু আলাইকুম। মুহতারাম, যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, ইতিমধ্যে সরকারী নির্দেশনা অনুসারে ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে প্রায় ২২৩ বছরের প্রাচীন বকশিবাজার জামে মসজিদটি জনসার্থে ভেঙ্গে ফেলা হয়েছে।

উক্ত মসজিদটি বকশিবাজার এলাকার ধর্মপ্রাণ আপামর মুসলমানের জুমা, পাঁচ ওয়াক্ত নামাযসহ ইবাদত বন্দেগীর স্থান হিসেবে সুদীর্ঘকাল পর্যন্ত প্রচলিত হয়ে আসছিল। ইবাদতের স্থান হিসেবে সুপ্রসিদ্ধ এই মসজিদটির জন্য জনগণের আবেগ অনুভূতির কোন কমতি ছিল না। ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন উক্ত মসজিদটির ভাঙ্গার পর থেকে অত্র এলাকার ধর্মপ্রাণ মানুষ। আল্লাহর পবিত্র ঘর মসজিদের জন্য স্থায়ী জায়গা নির্ধারণ না হওয়া এবং মসজিদে জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামায ও জামাত আদায় করতে না পারার দুঃখবােধ নিয়ে দিনাতিপাত করছেন।

বিষয়টি নিয়ে সকলের মধ্যে এক প্রকার অস্বস্তি। বিরাজ করছে। যদিও একটি নামাযঘর নির্মান করা হয়েছে, কিন্তু তাও অস্থায়ী জায়গায় এবং আকারে অনেক ছােট।

আমরা জানি, একজন জনবান্ধব নগরপিতা হিসেবে ধর্মীয় ভাবাবেগের প্রতি আপনি যথেষ্ট আন্তরিক ও শ্রদ্ধাশীল। আমরা জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ জনগনের ধর্মীয় বিষয়গুলাের সাথে ওতপ্রতভাবে জড়িত বিধায় আপনার হিতাকাক্ষি হিসেবে। বিষয়টি নিয়ে আপনার আশু উদ্যোগ কামনা করছি।

অতএব, আপনার প্রতি আমাদের আবেদন, অত্র এলাকার ধর্মপ্রান মানুষের দৈনন্দিন জামাতের সাথে নামায আদায়ের স্বার্থে স্থায়ীভাবে স্থায়ীভূমিতে ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের উদ্যোগে আপনার সরাসরি তত্ত্বাবধানে একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মানে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার সুদৃষ্টি ও কার্যকর উদ্যোগ আশা করছি।

আল্লাহ আপনাকে জনগণের সার্বিক সেবা করার তাওফিক দান করুন । জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ সর্বদা আপনার সুস্বাস্থ্য ও কর্মময় জীবন কামনা করে।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ