আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের হজ ও ওমরাহ সংক্রান্ত জাতীয় কমিটির উপপ্রধান হানি বিন আলী আল-আমিরি বলেছেন, আগামী বছর ওমরাহ ও হজযাত্রীর সংখ্যা ১ কোটিতে পৌঁছাবে।
তিনি আরো বলেছেন, হজ ও ওমরাহ নিয়ে কাজ করা সমস্ত সংস্থা এই লক্ষ্য অর্জনের জন্য যৌথ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
একটি বিটুবি সিস্টেম গ্রুপ দর্শনার্থীদের জন্য চালু করা হয়েছে। পৃথক দর্শনার্থীদের বিটুসি সিস্টেমের সাথে যুক্ত করা হবে। দেশে ওমরাহ ও হজযাত্রীদের সেবা দিতে ৫০০ কোম্পানি কাজ করবে, প্রশিক্ষিত লোক নিয়োগ করবে।
তিনি বলেছেন, হজ মন্ত্রণালয় থেকে দুই হাজারের বেশি অনুমোদিত এজেন্ট ইস্যু করা হয়েছে যারা সব দেশে কাজ করবে। একইভাবে হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ৩৪টি পোর্টাল থেকে ওমরাহ প্যাকেজ ও সেবা চালু করা হবে।
ভিসা ও মাস্টারকার্ড ছাড়াও কয়েকটি ব্যাংককে ওমরাহ প্যাকেজ কেনার দায়িত্ব দেওয়া হয়েছে। ওমরাহযাত্রীদের পরিবহন সুবিধা দিতে ৬৮টি কোম্পানিকে আধুনিক বাসের সঙ্গে চুক্তিবদ্ধ করা হয়েছে হজযাত্রীদের যাতায়াতের জন্য।
তিনি বলেন, মক্কা ও মদিনায় ১৯০০টি হোটেলও তৈরি করা হয়েছে।বিভিন্ন ক্যাটাগরিতে আবাসন সুবিধা দেওয়া হবে।উমরাহ মৌসুমে আশা করা যাচ্ছে। ১৪৪৪ হিজরির ১ মহররম আল হারাম থেকে শুরু হবে। সূত্র: আল হিলাল মিডিয়া
-এটি