আওয়ার ইসলাম ডেস্ক: হজের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। হাজিদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি ফ্লাইটটি (বিজি-৩৫০২) বৃহস্পতিবার রাত ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দা থেকে ৪১৬ জন হজযাত্রী উড়াল দিয়েছে।
বিমান কর্মকর্তারা জানান, হাজিদের জন্য পবিত্র জমজম কূপের পানি আগেই ঢাকার বিমানবন্দরে বহন করা হয়েছে। বিমান, সৌদি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে এই পানি বহন করা হয়েছে। বিমানবন্দরে বিমানের পক্ষ থেকে ওই পানি হাজিদের মধ্যে সরবরাহ করা হবে।
এ ব্যপারে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম জানান, হাজিদের আগমন উপলক্ষে বিমানবন্দরে প্রস্তুতি নেওয়া হয়েছে। তাদের ফ্লাইট থেকে নামার দ্রুত আনুষ্ঠানিকসহ প্রয়োজনীয় বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রথম ফিরতি ফ্লাইটে হাজিদের সংবর্ধনা জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান চলাচল, ধর্ম মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিমানের মহাব্যবস্থাপক ও জনসংযোগ শাখার তাহেরা খন্দকার জানান, হাজিদের বহনকারী বিমানের প্রথম ফ্লাইটিতে আসন সংখ্যা ৪১৯। তাতে ৪১৬ জন হজযাত্রী বুকিং দেন। বিমান ছাড়াও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স (সাউদিয়া) ও ফ্লাইনাসের ফ্লাইটে আগামী ৪ আগস্ট পর্যন্ত হজযাত্রীরা দেশে ফিরবেন বলেও জানান তিনি।
এবার বাংলাদেশ থেকে প্রথম দফায় ৫৭ হাজার ৫৮৫ জনকে হজে যাওয়ার সুযোগ দেয় সৌদি সরকার। জুলাইয়ে দ্বিতীয় দফায় অতিরিক্ত দুই হাজার ৪১৫ জনকে পাঠানোর কোটা মঞ্জুর করে তারা। হজ ব্যবস্থাপনা ও হজ প্রতিনিধি দলসহ এবার ১৬৫টি ফ্লাইটে হজে যান মোট ৬০ হাজার ১৪৬ জন।
এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩, সাউদিয়া ২৩ হাজার ৯১৯ এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে পাঁচ হাজার ৮৬৪ জন হজযাত্রী। এবার হজে গিয়ে সৌদি আরবে মারা গেছেন ১৬ জন হজযাত্রী। মারা যাওয়া ১৬ জন হজযাত্রীর মধ্যে পুরুষ ১১ জন, নারী পাঁচজন।
-এটি