আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে তিন দিনের সরকারি সাধারণ ছুটি শেষে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার খুলছে আজ।
মঙ্গলবার (১২ জুলাই) ঈদ উপলক্ষে তিন দিন (শনি থেকে সোমবার) এবং সাপ্তাহিক ছুটি শুক্রবার থাকায় মোট চার দিনের ছুটি শেষ হচ্ছে।
তবে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ঢাকায় ফিরতে আরও কয়েক দিন লেগে যাবে। কারণ, অনেকেই ঈদের ছুটির সঙ্গে ঐচ্ছিক ছুটি যোগ করে ঈদ আনন্দ উপভোগ করছেন। এতে আগামী রোববার (১৬ জানুয়ারি) ঢাকায় প্রাণচাঞ্চল্য ফিরবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, ঈদ শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ। ঈদের দ্বিতীয় দিন (সোমবার) বিকেল থেকেই কর্মজীবী মানুষরা রাজধানীতে ঢুকতে শুরু করেছেন।
-এএ