আওয়ার ইসলাম ডেস্ক: এ বছর ইসলামের পঞ্চম স্তম্ভ পবিত্র হজ পালনের সুযোগ পেয়েছেন মোট ৩০০ প্রতিবন্ধী মানুষ। সূত্র: আরব নিউজ।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের শুরু করা একটি জাতীয় উদ্যোগের অংশ হিসেবে টানা দ্বিতীয় বারের মতো প্রতিবন্ধী মানুষদের হজের সুযোগ করে দেওয়া হয়েছে। জাতীয় এ উদ্যোগের আওতায় সৌদি আরবের এতিমদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রকল্পটি প্রতিবন্ধী হজযাত্রীদের স্বচ্ছন্দে হজ পালন করতে সার্বিক সহায়তা দিচ্ছে এবং এটি সৌদি আরবের সংস্কার পরিকল্পনা ভিশন ২০৩০-এর একটি অংশ।
সৌদি সরকার এ বছর ১০ লাখ মানুষকে হজ করার অনুমতি দিয়েছে। করোনা মহামারির কারণে গত দুবছর খুবই সীমিত পরিসরে স্থানীয় বাসিন্দাদের নিয়ে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দেশটি। তবে এ বছর বিদেশি হজযাত্রীদের সুযোগ দেওয়া হয়েছে।
দুই পবিত্র মসজিদ-বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি এ বছর হজযাত্রীদের গ্রহণের জন্য ১০ হাজার কর্মী নিয়োজিত রেখেছে।
এ ছাড়া এ বছর পবিত্র হজ উপলক্ষ্যে দেওয়া আরাফাত দিবসের খুতবাটি বাংলাসহ মোট ১৪টি ভাষায় লাইভ অনুবাদ প্রচার করা হবে বলে জানিয়েছে সৌদি আরব সরকার।
অনুবাদের তালিকায় থাকা ভাষাগুলো হলো—ইংরেজি, বাংলা, ফরাসি, মালয়, উর্দু, ফার্সি, রুশ, চীনা, তুর্কি, হাউসা, স্প্যানিশ, ভারতীয়, সোয়াহিলি ও তামিল।
-এটি