আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের আসামে ‘আদিবাসী অসমীয়া মুসলিম’ জনগোষ্ঠীকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলো রাজ্য সরকার।
গতকাল মঙ্গলবার (৫ জুলাই) আসামের মন্ত্রীসভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে সবাইকে তারা স্বীকৃতি দেবে না বলেও জানানো হয়েছে।
বলা হচ্ছে, দীর্ঘদিন ধরে বসবাসকারী ৪০ লাখ আদিবাসী মুসলিম অসমীয়া ভাষায় কথা বলেন এবং তাদের কোনো বৈধ কাগজপত্র নেই। মূলত তাদেরকেই নাগরিকত্ব দেয়া হচ্ছে। এমনকি বিশাল এই জনগোষ্ঠীর কারোই বাংলাদেশ থেকে পাড়ি দেয়ার ইতিহাস নেই বলেও নিশ্চিত করেছে আসাম সরকার।
বলা হয়, জম্মু-কাশ্মিরের পর ভারতে সবচেয়ে বেশি মুসলিম জনগোষ্ঠীর বসবাস আসাম রাজ্যে। সেখানে মোট জনসংখ্যার ৩৪ শতাংশই মুসলিম নাগরিক। তাদের মধ্যে ৩৭ শতাংশ অসমীয়া ভাষাভাষী। মূলত এই ৩৭ শতাংশের মধ্যে যাচাই বাছাই করে দেয়া হচ্ছে আনুষ্ঠানিক স্বীকৃতি।
-এটি