সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

মোদীর মন্ত্রিসভা থেকে মুখতার আব্বাস নাকভির পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ইউনিয়ন মন্ত্রী মুখতার আ‌ব্বাস নাকভি ও আরসিপি সিং।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ইউনিয়ন মন্ত্রী মুখতার আ‌ব্বাস নাকভি ও আরসিপি সিং। টাইমস অব ইন্ডিয়া জানায়, রাজ্য সভায় উভয় এমপির মেয়াদ আগামী বৃহস্পতিবার শেষ হবে।

শুক্রবার থেকে যেহেতু তারা আর পার্লামেন্টে সদস্য থাকছেন ‍না তাই নিজেদের সাংবিধানিক দায়বদ্ধতা পূরণ করতে তারা দুইজনই নিজেদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। মোদীর মন্ত্রিসভায় নাকভি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় এবং আরসিপি সিং স্টিল মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা ‘টাইমস অব ইন্ডিয়া’কে বলেন, বুধবার মোদী দেশের উন্নয়নে অবদান রাখার জন্য নাকভি ও সিং য়ের প্রশংসা করেন।

মোদীর প্রশংসাই বলে দিচ্ছে, দুইমন্ত্রী বুধবারই মন্ত্রিসভায় শেষ বৈঠক করেছেন। বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষ হওয়ার পরপরই নাকভি এবং সিং জাতীয় পর্যায়ে বিজেপি প্রধান জেপি নাড্ডার সঙ্গে বিজেপির প্রধান কার্যালয়ে দেখা করেন।

ভারতের কয়েকটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, নাকভিকে পরবর্তী ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে পারে বিজেপি। আগামী অগাস্টে ভাইস প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। না হলে নাকভিকে কেন্দ্র শাসিত কোনো অঞ্চলের গভর্নর করা হতে পারে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ