আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা থেকে রেলের টিকিট আছে মাত্র সাড়ে ২৬ হাজারের কিছু বেশি। আজ অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন। আজ বিক্রি হবে ঈদের আগের দিন অর্থাৎ শনিবারের টিকিট।
গতকাল বিক্রি হয়েছে শুক্রবারের টিকিট। তাই এদিনও তুলনামূলকভাবে ভিড় ছিল ঢাকার সাত স্টেশনে। গতকাল সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাত স্টেশন মিলিয়ে কাউন্টারে বিক্রি হয়েছে ১৩ হাজার ৩৬০টি টিকিট। আর অনলাইনে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ মিলিয়ে বিক্রি হয়েছে আরো ১২ হাজার ২৫টি টিকিট।
এদিকে আজ রেলের ঈদ যাত্রার টিকিট বিক্রি শেষ হলেও আগামী বৃহস্পতিবার শুরু হবে ফিরতি টিকিট বিক্রি। রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদ শেষে ফিরতি ট্রেনের ক্ষেত্রে ১১ জুলাইয়ের টিকিট ৭ জুলাই, ১২ জুলাইয়ের টিকিট ৮ জুলাই, ১৩ জুলাইয়ের টিকিট ৯ জুলাই এবং ১৪ ও ১৫ জুলাইয়ের টিকিট ১১ জুলাই পাওয়া যাবে।
-কেএল