আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাও. এবিএম জাকারিয়া বলেন, দেশে শিক্ষক হয়রানির সংখ্যা দিন দিন বেড়েই চলছে। সর্বশেষ প্রভাষক উৎপল কুমার সরকার হত্যার মধ্যে দিয়ে সেটা জাতির সামনে স্পষ্ট হয়েছে।
‘শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষার অভাব ও প্রয়োজনীয় শাসন করার অধিকার কেড়ে নেওয়ার ফলে শিক্ষার্থীরা কিশোর গ্যাং তৈরি করে অপরাধ করার ক্ষেত্রে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। অতএব শিক্ষক হত্যার উপযুক্ত বিচার এবং শিক্ষার সর্বস্তরে ধর্ম ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করে কিশোর অপরাধ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে সরকারকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে।’
সোমবার (৪ জুলাই) বিকেল তিনটায় জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আয়োজনে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপর্যুক্ত কথা বলেন।
নগর উত্তর শাখার সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আব্দুস সবুর এর সভাপতিত্বে এবং নগর দক্ষিণ সেক্রেটারি মুফতি সাঈদ আহমাদ এর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন আরও বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. কামরুজ্জামান, সহকারি কওমি মাদরাসা বিষয়ক সম্পাদক মুফতি আব্দুর রহমান বেতাগী, কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক ও নগর উত্তর সেক্রেটারি হাফিজুল হক ফাইয়াজ, কেন্দ্রীয় সদস্য প্রভাষক ইসমাইল হোসেনসহ অন্যান্য নগর নেতৃবৃন্দ।
-এএ