আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র হজ পালনের জন্য শনিবার (২ জুলাই) সকাল পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ২১৮ বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ জন; আর বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৬ হাজার ৮৩৩ জন।
মোট ১৩৯টি ফ্লাইটে সৌদি গেছেন হজযাত্রীরা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৭৭টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ৫৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ৯টি। এর আগে গত ৫ জুন শুরু হয় চলতি বছরের হজ ফ্লাইট।
এদিকে চলতি মৌসুমে সৌদিতে গিয়ে এ পর্যন্ত ১০ হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে পুরুষ ৭ জন এবং নারী ৩ জন। এদের ৮ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা যান। বার্ধক্যের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এক নজরে হজের আরও কিছু তথ্য-
• চলতি বছর হজ অনুষ্ঠিত হবে ৮ জুলাই
• সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার জন (রাষ্ট্রীয় খরচ ও গাইডসহ)
• বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৫৩ হাজার ৫৮৫ জন।
• ধর্মবিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৩৫৯টি।
• হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট চালু হয় ৫ জুন।
• সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই।
• প্রথম ফিরতি ফ্লাইট ১৪ জুলাই।
• শেষ ফিরতি ফ্লাইট ৪ আগস্ট।
-কেএল