রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

ভোলা জেলা উলামা-তলাবার কমিটি গঠন ও মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভোলা জেলার মেধাবী প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে ভোলা জেলা উলামা-তলাবা ফেইসবুক গ্রুপের ব্যানারে রাজধানীর ঐতিহ্যবাহী জামিয়া কারিমিয়া মাদরাসায় একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৩০ জুন) মাগরিবের পর এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ঢাকার মারকাযু শাইখিল ইসলাম আল মাদানির শিক্ষা সচিব ও আফতাব নগর বি ব্লক মসজিদের খতিব শাইখ ফরিদুদ্দিন আল মাদানি।

বিশিষ্ট লেখক অনুবাদক ও জামিয়া কারিমিয়া মাদরাসার মুফতি ও মুহাদ্দিস আবুল ফাতাহ কাসেমির স্বাগত বক্তব্যের মাধ্যমে এটি শুরু হয়। এতে ভোলা জেলার প্রায় পনের বিশজন মেধাবি তরুণ আলেম অংশ গ্রহণ করেন।

দ্বীনি আবহে গড়ে উঠা দ্বীপ জেলা ভোলার আলেমদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম ভোলা জেলা উলামা তলাবা গ্রুপ নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এটি ছিল তৃতীয় অফলাইন মিটিং। দ্বীপ জেলা ভোলার আলেম উলামা ও সামাজিক কর্মকাণ্ড বাস্তবায়নে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহিত হয় এবং আগামি আগস্টে রাজধানির একটি হোটেলে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত নেয়া হয়।

মুফতি আবুল ফাতাহ কাসেমিকে আহবায়ক, বিশিষ্ট তরুণ লেখক, অনুবাদক, ইমাম ও খতিব মুহাম্মদ ইমদাদুল্লাহকে যুগ্ম আহবায়ক, মেরাদিয়া মারকাযুয সুন্নাহ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা নুরুদ্দিন নুরিকে সদস্য সচিব করে একটি আহবায়ক কমিটি করা হয়।

অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন- বিশিষ্ট লেখক, সাংবাদিক ও ফেইসবুক এক্টিভিস্ট মুহাম্মদ হাসিবুর রহমান, কেরানিগঞ্জ তালিমুল কুরআন মাদরাসার শিক্ষক মাওলানা আবদুল কাদির, সাভার জামিয়া ইসলামিয়া বালিয়ারপুর মাদরাসর সিনিয়র শিক্ষক মাওলানা মুফতি উসমান বিন আলিম, জামিআা আরাবিয়া উলুকান্দি নারায়ণগঞ্জের উস্তাদ মুফতি জাবের মাহমুদ, উত্তরা মাদরাসাতুল হিকমাহ এর শিক্ষক মাওলানা বিন ইয়ামিন সানিম, ও মাওলানা আবদুল মতিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা মিসবাহল হক, মাওলানা যাইনুল আবেদিন, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা ইবরাহিম, মাওলানা এনায়েতুল্লাহ সাইদ, মাওলানা নুরুল্লাহ মাহমুদ ও কেফায়েতুল্লাহ বিন সাইফ প্রমুখ।

বক্তারা ভোলা জেলার আলেম উলামাদের ঐক্যবদ্ধ এ প্লাটফ্রমে সব শ্রেণির আলেমদের যুক্ত হওয়ার আহবান জানিয়ে দুআর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ