রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

ফটিকছড়ি সদর ধরুং খাল থেকে মাদরাসাছাত্রের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

ফটিকছড়ি সদরের ধরুং খালে গোসল করতে নেমে নিখোঁজ ১৪ বছর বয়সী মাদরাসার ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১ জুলাই) বিকেল ৫টার দিকে টানা দুইঘন্টার অভিযানে ফায়ার সার্ভিসের ৩ সদস্যের বিশেষ ডুবুরি দল লাশ উদ্ধার করে।

এ সব তথ্য নিশ্চিত করে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন লিডার কামাল উদ্দিন বলেন, আমরা দুপুর একটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে অভিযান শুরু করি। আমাদের ডুবুরি ব্যবস্থা না থাকায় আমরা আগ্রাবাদ থেকে ডুবুরি দল আসতে বলি। তারা দিনটার দিকে এসে ৪ সদস্যের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেন। শহর থেকে আসা এ বিশেষ ডুবুরি দল বিকেল পাঁচটার দিকে নিখোঁজ স্থান থেকে ওই ছেলেটিকে মৃত অবস্থা উদ্ধার করতে সক্ষম হয়।

এর আগে, শুক্রবার দুপুর সোয়া ১২ টার দিকে উপজেলার বিবিরহাট ধরুং ব্রিজের পূর্ব পাশে খালে নিখোঁজ হয় মো. কাউসার (১৪)। তিনি ফটিকছড়ি পৌরসভার ৮ নং ওয়ার্ড হাজি সিরাজুল হক মিস্ত্রী বাড়ির মো. খালেদের ছেলে। উপজেলাস্থ (সিনিয়র) ফটিকছড়ি জামিউল উলুম ফাযিল ডিগ্রী মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী সে।

কাউসারের চাচা রাশেদুল ইসলাম বলেন, দুপুর ১২ টার দিকে সে গোসল করতে যায়। এরপর খবর পাই খালে গোসল করতে নেমে আর ওঠেনি।

প্রত্যক্ষদর্শী সমবয়সী আব্দুল্লাহ বলেন, আমি গোসল করতে আসরে দেখি সে পানিতে ভাসমান বাশের উপর বসা। পরে আমি যখন পানিতে নেমেছি তখন দেখি কাউসার হঠাৎ করে লাফ দিয়ে ডুবে যাচ্ছিল এবং হাত উপরে তুলে নাড়াচ্ছে। আমি ধরতে চেষ্টা করে পারিনি। পরে একটু দূরে গিয়ে পুরোটা ডুবে যায়।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ