সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

শিশুর মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা জরুরি যে কারণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বই পড়া শিশুদের মস্তিস্কের বিকাশ ঘটায় এবং কল্পনাশক্তি বাড়ায়। এতে তার ভাষাগত দক্ষতা বাড়ে, আবেগের বিকাশ ঘটে। বই পড়ার অভ্যাস শিশুর মধ্যে সম্পর্কের বন্ধনকে শক্তিশালী করে। বই পড়লে শিশু নতুন শব্দের সাথে পরিচিত হয় এবং তাদের শব্দভাণ্ডার বাড়ে। কিন্তু তারা এমন একটি বিশ্বে বাস করছে যেখানে বই পড়ার অভ্যাস কমে গেছে, ইন্টারনেট দেখে তারা সবকিছু জানতে চায়।

বিশেষজ্ঞরা বলছেন,বই পড়ার অভ্যাস শিশুর মধ্যে সহানুভূতি জাগিয়ে তোলে এবং কল্পনাশক্তি বাড়ায়। এ কারণে শিশুর মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে বাবা-মাকে ভূমিকা রাখতে হবে। এজন্য কিছু বিষয় অনুসরণ করতে পারেন। যেমন-

১. শিশুকে পাশে বসিয়ে জোরে জোরে বই পড়ে শোনান

২. বই পড়ার জন্য একটি পরিবেশ তৈরি করুন

৩. প্রতিদিন একটি নির্দিষ্ট সময় শিশুকে বই পড়ে শোনানোর চেষ্টা করুন

৪. যে বয়সে শিশুর জন্য যে ধরনের বই উপযোগী তা বাছাই করে তাকে পড়তে দিন। ধীরে ধীরে বিশ্বসাহিত্যর সাথে পরিচিত করুন।

৫. শিশুরা বাবা-মায়ের দ্বারাই প্রভাবিত হয়। এ কারণে শিশুদের স্ক্রীন টাইম সীমিত করুন এবং বই পড়ার মাধ্যমে যাতে তাদের মানসিক বিকাশ হয় সেই অভ্যাস গড়ে তুলুন।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ