আব্দুল্লাহ আফফান: হজের মৌসুমে দূঘর্টনা এড়াতে হাজযাত্রীদের তাঁবুতে গ্যাস সিলিন্ডার ব্যবহার নিষিদ্ধ করেছে সৌদি সরকার।
সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হজযাত্রীরা তাদের ক্যাম্পাসে গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে পারবেন না। এ ছাড়া হারামাইন শরীফে অবস্থিত সব সরকারি সংস্থার অফিসেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।
এছাড়াও হজের স্থানে উট প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। হজের মৌসুমে মিনা, মুজদালিফা ও আরাফাতে উট প্রবেশ নিষিদ্ধ থাকবে। প্রাণী থেকে মানুষের মধ্যে ভাইরাসের সংক্রমণ রোধে এই নিষেধাজ্ঞা করা হয়েছে।
সূত্র: ডেইলি পাকিস্তান উর্দূ
-এএ