সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

‘দেশের সব আলেমের বিরুদ্ধে তদন্ত করেও অর্থ লোপাটের অভিযোগ পাওয়া যাবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আলেম-ওলামা আদর্শ জাতি গঠনের একমাত্র কারিগর বলে মন্তব্য করেছেন  শায়েখ জসিম উদ্দিন। এ সময় তিনি বলেন,  শুধু  ১১৬ জন দেশের সব আলেমের বিরুদ্ধে তদন্ত করেও বিদেশে টাকা পাচারকারী কোনো আলেম পাওয়া যাবে না।

বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ কাতার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত ওলামা সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। সম্মেলনটি কাতারের দোহায় অবস্থিত নিউ জামান রেস্টুরেন্ট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

তিনি আরো বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার এক বক্তব্যে বলছেন ১১৬ জন আলেমের বিরুদ্ধে শ্বেতপত্র সম্পূর্ণ ভিত্তিহীন, এরপরও আলেমদের বিরুদ্ধে তদন্তের কথা শোনা যাচ্ছে। আমি তাদের বলতে চাই ১১৬ জন নয় সব দেশের সব আলেমের বিরুদ্ধে তদন্ত করেও তাদের একজনকে এমন খুঁজে পাবেন না যিনি বিদেশে টাকা পাচার করেছেন।

তিনি বলেন, আলেমদের তদন্ত করার দরকার নেই, আপনারা তদন্ত করুন সরকারের এমপি মন্ত্রীদের যাদের বিদেশে বাড়ি-গাড়ি আছে ।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শাইখ নুরুল আনওয়ার এর সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মাদ মিজানুর রহমান,প্রচার সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলাম-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত ওলামা সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় ওলামা-মাশায়েখ আয়েম্মা পরিষদ এর কেন্দ্রীয় সদস্য, শাইখ আব্দুল হালিম।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন-এর সেক্রেটারি মো: মিজানুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আবু রায়হান, প্রশিক্ষণ সম্পাদক জনাব কামরুল হাসান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা এহসানুল হক, শুভেচ্ছা বক্তব্য রাখেন হাফেজ মাওলানা জমির উদ্দিন।

ওলামা সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কাতার ধর্ম মন্ত্রণালয়ের বাংলাদেশিইমাম ও খতিব, ও আই এ বি কাতার শাখার নেতৃবৃন্দ।

শায়েখ আব্দুল হালিম এর দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলন সমাপ্ত  হয়।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ